Google search engine
প্রচ্ছদচট্টগ্রামচট্টগ্রামে মাদক মামলায় দম্পতির কারাদণ্ড

চট্টগ্রামে মাদক মামলায় দম্পতির কারাদণ্ড

চট্টগ্রামে মাদক মামলায় এক দম্পতিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত। তবে তারা জামিনে গিয়ে পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানামূলে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বলে জানিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ।

১৬ জানুয়ারি মঙ্গলবার মাদক মামলায় এ রায় ঘোষণা করেন বিজ্ঞ আদালত। নগরীর কোতোয়ালী থানার এক হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলা দেয় পুলিশ।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৮ সালের ২৩ সেপ্টেম্বর নগরের কোতোয়ালী থানার মেরিনার্স রোড ওমর আলী মার্কেট মদিনা এজেন্সী দোকানের সামনে থেকে আবুল মঞ্জুর ও তার স্ত্রী নুর জাহান বেগমকে গ্রেফতার করা হয়। এ সময় আবুল মঞ্জুরের কাছ থেকে ৯০০ ও নুর জাহান বেগমের কাছ থেকে ১ শত পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালী থানায় মাদক আইনে মামলা করা হয়। মামলার তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করলে ২০২২ সালের ১ মার্চ অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।

দণ্ডিতরা হলেন, কক্সবাজার জেলার টেকনাফ থানার হোয়াইক্যাং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লম্বাবিল এলাকার মৃত আব্দুর ছমতের ছেলে ও তার স্ত্রী।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মাদকের মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এক দম্পতিকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন