তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগান বলেছেন ন্যাটোতে ইউক্রেনের সদস্যপদ প্রদানকে সমর্থন করেন । তবে তিনি শান্তি প্রয়াসের ওপর জোর দিয়েছেন।
রাশিয়ার ইউক্রেন হামলার ৫০০ দিন অতিবাহিত হওয়ার প্রেক্ষাপটে তুরস্কে সফরে যান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
আলজাজিরা সুত্রে জানা গেছে, ইস্তাম্বুলে শনিবার ভোরে ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে এরদোগান বলেন, ‘কোনো সন্দেহ নেই যে ইউক্রেন ন্যাটোর সদস্যপদ পাওয়ার যোগ্য।’ তবে দুই পক্ষের উচিত হবে শান্তি আলোচনায় ফিরে যাওয়া।
তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘সুষ্ঠ শান্তি প্রতিষ্ঠিত হলে কেউ হারে না।’
সমর্থন প্রদান করার জন্য এরদোগানকে ধন্যবাদ দিয়ে জেলেনস্কি বলেন, এর জন্য তিনি কৃতজ্ঞ।
আগামী মঙ্গলবার লিথুনিয়ার ভিলনিয়াসে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর গুরুত্বপূর্ণ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। তার আগ দিয়ে কয়েকটি ন্যাটো দেশ সফর করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
ইতোমধ্যে কয়েকটি দেশ ইউক্রেনকে দ্রুত ন্যাটোর সদস্যপদ দেয়ার প্রতি সমর্থন জানিয়েছে।