এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি/সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি।
১৯৫২, ১৯৬৯, ১৯৭১ এর ধারাবাহিকতায় নানান মানুষের নানান প্রকারের আত্মত্যাগ এর বিনিময়ে পৃথিবীর বুকে জম্ম আমাদের এই “বাংলাদেশ” নামক ভূখন্ডের। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের দেশ, আমাদের ভাষা।
পৃথিবীর বুকে লাল সবুজের আর্বিভাব ও মায়ের মুখের ভাষার জন্য যারা সংগ্রাম করে গেছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালবাসা জানাতে অনির্বাণ ক্লাব দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস ও বিজয় দিবস পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় পালন করা হয় “মহান বিজয় দিবস ২০২৪”। এ উপলক্ষে ক্লাবের পক্ষ হতে স্থানীয় রহমানিয়া উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে ১৬ ডিসেম্বর রাত ১২.০১ মিনিটে পুস্পস্তবক অর্পণ, ১৬ ডিসেম্বর সকাল ৬.০১ মিনিটে ক্লাব কার্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা ও ক্লাবের পতাকা উত্তালন, সন্ধ্যা ০৭.০১ মিনিটে আলোচনা সভা, শীতবস্ত্র সহায়তা কার্যক্রমসহ নানাবিধ কর্মসূচী পালন করা হয়।
“নিজের দেশকে ভালোবাসা মানেই এদেশের মাটিকে প্রাণভরে ছুঁয়ে দেখা। কারণ এই মাটিতে ঘুমিয়ে আছে লক্ষ শহীদ।” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অনির্বাণ ক্লাবের সদস্য সচিব জনাব ফিলিপ রিবেরু লিটনের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অনির্বাণ ক্লাবের সাবেক সভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য জনাব গিয়াস উদ্দিন। এতে আরো উপস্থিত ছিলেন ক্লাবের আজীবন সদস্য, সাবেক ও বর্তমান কর্মকতা জনাব রাশেদ ইকবাল, জাহেদুল আলম চৌধুরী, সাজ্জাদ হোসেন, এনামুলহক, মনির হাসান, মামুন আল-রশীদ, রেজাউল করিম, মাহফুজুর রহমান, মুনির হোসেন, অবুল খায়ের, মো; মোক্তার আলী, মহসিন, নুরুল আবসার, দিদার প্রমূখ ।