Google search engine
প্রচ্ছদচট্টগ্রামইউক্রেন থেকে দেশে এলো সাড়ে ৫২ হাজার টন গম

ইউক্রেন থেকে দেশে এলো সাড়ে ৫২ হাজার টন গম

ইউক্রেন থেকে আমদানি করা ৫২ হাজার ৫০০ টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর কুতুবদিয়ায় এসে পৌঁছেছে একটি জাহাজ।

এমভি ‘এনজয় প্রসপারিটি’ নামের জাহাজটি গতকাল বন্দরের কুতুবদিয়া এলাকায় পৌঁছায়। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর বিদেশ থেকে খাদ্যশস্য আমদানির প্রথম চালান এটি।

জাহাজে রক্ষিত গমের নমুনা সংগ্রহ করে ভৌত পরীক্ষা শেষে দ্রুত গম খালাসের কাজ শুরু করা হবে।

জাহাজে রক্ষিত গমের মধ্যে সাড়ে ৩১ হাজার মেট্রিক টন চট্টগ্রামে বন্দরে খালাসের পর অবশিষ্ট ২১ হাজার মেট্রিক টন গম মোংলা বন্দরে খালাস করা হবে। চট্টগ্রাম বন্দরে গম খালাসের জন্য আনুমানিক ১০ দিন সময় লাগতে পারে।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন