চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকার এক চোলাই মদ তৈরির কারখানা থেকে একই পরিবারের তিনজনসহ চার আধিবাসী যুবক-যুবতীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৭ মার্চ) বায়েজিদ বোস্তামী থানাধীন বালুছড়া রহমানিয়া খাজা ম্যানশন নামে এক ভবন থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫৮০ লিটার দেশিয় চোলাই মদ জব্দ করে পুলিশ।
গ্রেফতাররা হলেন, আকাশ চাকমা (৩১), চিকু চাকমা (২৩), মিতালী চাকমা (৩৫), সুবির চাকমা (৩৯)। তারা সবাই পার্বত্য জেলা খাগছাছড়ির বাসিন্দা। এর মধ্যে চিকু, মিতালী ও সুবির ভাইবোন বলে জানিয়েছে পুলিশ।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজয় কুমার সিনহা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বালুচড়া এলাকা থেকে চার আধিবাসী যুবক যুবতীকে গ্রেফতার করা হয়েছে। তারা দেশীয় তৈরি পাহাড়ি চোলাই মদ সংগ্রহ ও ড্রামে মজুত করে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন মাদকসেবী ও মাদক কারবারিদের কাছে বিক্রি করে আসছিলেন। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
গ্রেফতারদের মহানগর হাকিম আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।