Google search engine
প্রচ্ছদঅর্থ-বাণিজ্যমূল্যছাড়ে বিক্রি হবে আইফোন ১৫

মূল্যছাড়ে বিক্রি হবে আইফোন ১৫

বিশ্বের বৃহত্তম স্মার্টফোন বাজার চীনে বড় ধরনের প্রতিযোগিতার মুখে পড়েছে আইফোন। এই পরিস্থিতিতে বিক্রি বাড়াতে তারা চীনের বাজারে মূল্যছাড় দেবে। আইফোন ১৫ সিরিজের সেটের খুচরা মূল্য ৫০০ ইউয়ান বা ৭০ ডলার পর্যন্ত কমানো হবে।

বার্তা সংস্থা রয়টার্সের সংবাদে বলা হয়েছে, নির্দিষ্ট সময়ের জন্য আইফোনে ৫ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে অ্যাপল। চীনে কোম্পানিটির ওয়েবসাইটে এই ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসে চীনে চান্দ্র নববর্ষ উদ্‌যাপিত হবে। তার আগে ১৮ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত ছাড় দিচ্ছে অ্যাপল।

চীনের বাজারে আইফোন ১৫ সিরিজের হ্যান্ডসেটের বিক্রি আগের মডেলগুলোর চেয়ে অনেক কমেছে। মূলত চীনের বিভিন্ন কোম্পানি তুলনামূলক কম দামে উন্নতমানের হ্যান্ডসেট বাজারে নিয়ে আসার কারণে বিপাকে পড়েছে অ্যাপল। গত বছর দারুণভাবে স্মার্টফোনের বাজারে ফিরে এসেছে মার্কিন নিষেধাজ্ঞাপ্রাপ্ত চীনা কোম্পানি হুয়াওয়ে। মেট ৬০ প্রো নামের এক হ্যান্ডসেট বাজারে এনে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে তারা। সেই সঙ্গে আরেক কোম্পানি শাওমিও ভালো করছে।

এ ছাড়া চীন সরকার নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাদের আইফোন ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করায় অ্যাপলের ফোন বিক্রিতে প্রভাব পড়েছে।

নতুন বছরের প্রথম সপ্তাহে চীনের বাজারে আইফোন বিক্রি আগের বছরের একই সময়ের তুলনায় ৩০ শতাংশ কমে গেছে। জেফরিস অ্যানালিস্ট নামের এক তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান গ্রাহকদের উদ্দেশে দেওয়া এক নোটে এই তথ্য দিয়েছে। সেই সঙ্গে তারা আরও বলেছে, গত বছর অর্থাৎ ২০২৩ সালে চীনে আইফোন বিক্রি কমেছে ৩ শতাংশ। বিশ্লেষকেরা আশা করছেন, চলতি বছর আইফোনের সঙ্গে স্থানীয় কোম্পানিগুলোর প্রতিযোগিতা আরও তীব্র হবে।

নতুন মডেলের ফোনের দাম অনেক বছর কমায়নি অ্যাপল। তবে গত বছরের সেপ্টেম্বরে যখন আইফোন ১৫ সিরিজের ফোন বাজারে ছাড়া হলো, তখন আগের মডেলের তুলনায় দাম বাড়ানো হয়নি।

বাজার গবেষণা প্রতিষ্ঠান ক্যানালিসের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট নিকোল পেং রয়টার্সকে বলেন, অ্যাপল বিশ্বজুড়ে বিক্রি বাড়ানোর চাপে আছে, সে কারণে এই মূল্যছাড়ে বিস্মিত হওয়ার কিছু নেই। বিশেষ করে চীনের বাজারে তারা বড় ধরনের চাপে আছে, এমনকি অ্যাপল ব্যবহারকারীরাও ফোন হালনাগাদে এতটা ইচ্ছুক নন।

পেং আরও বলেন, পরিষ্কারভাবেই দেখা যাচ্ছে, হুয়াওয়ে স্মার্টফোনের বাজারে ফিরে আসছে। এ বাস্তবতায় জাতীয়তাবোধ থেকে অনেক চীনা গ্রাহক হুয়াওয়েতে ফিরতে পারেন।

ক্যানালিস মনে করছে, চলতি বছর সারা বিশ্বে অ্যাপলের বিক্রির প্রবৃদ্ধি হবে না, এমনকি চীনের বাজারে বিক্রি কিছুটা কমতেও পারে। এ বিষয়ে রয়টার্স অ্যাপলের সঙ্গে যোগাযোগ করলেও তারা কিছু বলতে রাজি হয়নি।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন