Google search engine
প্রচ্ছদঅর্থ-বাণিজ্যলক্ষ্যমাত্রার চেয়ে কম হলেও রপ্তানি আয়ে সুখবর

লক্ষ্যমাত্রার চেয়ে কম হলেও রপ্তানি আয়ে সুখবর

গেল মে মাসে ঘুরে দাঁড়িয়েছে দেশের রপ্তানি আয়। গত মার্চ ও এপ্রিল মাসে নেতিবাচক প্রভাব ছিল এই খাতে। মে মাসে পণ্য রপ্তানি হয়েছে মোট ৪৮৫ কোটি ডলারের। দেশীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ৫১ হাজার ৮৯৫ কোটি টাকা। যদিও রপ্তানির এ আয় লক্ষ্যমাত্রার চেয়ে ৫ দশমিক ২৯ শতাংশ কম। মে মাসে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৫১২ কোটি ডলার।

গত অর্থবছরের একই সময়ের তুলনায় এ রপ্তানি আয় ২৬ দশমিক ৬১ শতাংশ বেশি। ২০২২ সালের মে মাসে রপ্তানি থেকে ৩৮৩ কোটি ডলার আয় হয়েছিল। ৪ জুন রপ্তানি আয়ের এ হালনাগাদ তথ্য প্রকাশ করেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ।

ডলার সংকটের কারণে গত মার্চে রপ্তানিতে নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছিল ২ দশমিক ৪৯ শতাংশ। একইভাবে পরের মাস এপ্রিলেও নেতিবাচক প্রবৃদ্ধি হয় ১৬ দশমিক ৫২ শতাংশ।

গত অর্থবছরের প্রথম ১১ মাসে রপ্তানি হয়েছিল ৪ হাজার ৭১৭ কোটি ডলারের পণ্য। আর চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) ৫ হাজার ৫২ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এ রপ্তানি গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ১১ শতাংশ বেশি।

রপ্তানি উন্নয়ন ব্যুরো এর তথ্যানুযায়ী পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল, হিমায়িত খাদ্য, কৃষি প্রক্রিয়াজাত খাদ্য ও প্রকৌশল পণ্যের রপ্তানি কমলেও চলতি অর্থবছরে এখন পর্যন্ত তৈরি পোশাকের পাশাপাশি চামড়া ও চামড়াজাত পণ্য, চামড়াবিহীন জুতা ও প্লাস্টিক পণ্যের রপ্তানি বেড়েছে।

চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে তৈরি পোশাক রপ্তানি হয়েছে ৪ হাজার ২৬৩ কোটি ডলারের যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ৬৭ শতাংশ বেশি। অন্যদিকে রপ্তানিতে দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে থাকা চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি হয়েছে ১১২ কোটি ডলারের । এ খাতে প্রবৃদ্ধি দশমিক ৪২ শতাংশ। আর তৃতীয় সর্বোচ্চ স্থানে আছে হোম টেক্সটাইল পণ্য। এ খাত থেকে ১০২ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এ খাতের রপ্তানি কমেছে ৩০ শতাংশ।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন