Google search engine
প্রচ্ছদচট্টগ্রামবন গবেষণা ইনস্টিটিউটের পরিচালকের বিরুদ্ধে ছাত্রলীগ নেতার মামলা

বন গবেষণা ইনস্টিটিউটের পরিচালকের বিরুদ্ধে ছাত্রলীগ নেতার মামলা

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সাবেক বিএনপি নেতা ‘সালাউদ্দিন কাদের চৌধুরী যুদ্ধাপরাধী ছিলেন না’ বলার অভিযোগে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক রফিকুল হায়দারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার সাইবার ট্রাইব্যুনাল চট্টগ্রামের বিচারক জহিরুল কবিরের আদালতে মামলাটি করেন নগরের পাঁচলাইশ থানা ছাত্রলীগের সহসভাপতি সোহরাব হোসেন।

ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, আদালত বাদীর অভিযোগ গ্রহণ করে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট, চট্টগ্রামকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

আদালত সূত্র জানায়, মামলার অভিযোগে বলা হয়, রফিকুল হায়দার কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে সালাউদ্দিন কাদের চৌধুরী যুদ্ধাপরাধী ছিলেন না বলে মন্তব্য করেছেন। তাঁর বক্তব্যের ৪৪ সেকেন্ডের একটি অডিও রয়েছে। সেখানে বলা হয়, ‘সালাউদ্দিন কাদের যুদ্ধাপরাধী ছিল না। ভালো মানুষ ছিল। তার এলাকায় খবর নাও। তার একটাই দোষ, হাসিনাকে (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) আঘাত করেছে সংসদে দাঁড়িয়ে।’

বাদীর আইনজীবী শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, রফিকুল হায়দার একজন দায়িত্বশীল ব্যক্তি হয়েও যে মন্তব্য করেছেন, সেটা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করার পাশাপাশি বিচার বিভাগ এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।

জানতে চাইলে মুঠোফোনে এসব অভিযোগ অস্বীকার করেন বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক রফিকুল হায়দার। তিনি প্রথম আলোকে বলেন, নিয়োগে অনিয়ম দূর ও দুর্নীতি নিয়ে কাজ করায় ষড়যন্ত্রমূলকভাবে তাঁর বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে। এর আগে বিষয়টি নিয়ে মন্ত্রণালয়েও তিনি জানিয়েছেন।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন