Google search engine
প্রচ্ছদচট্টগ্রামডা. আফছারুল আমিন আর নেই

ডা. আফছারুল আমিন আর নেই

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী ডা. আফছারুল আমিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত এই প্রবীণ রাজনীতিবিদ ঢাকার স্কয়ার হাসপাতালে শুক্রবার বিকাল চারটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এই তথ্য নিশ্চিত করেছেন তাঁর এপিএস দেলোয়ার হোসেন। হাসপাতালের সকল কাজ শেষ করে তাকে আজকেই চট্টগ্রামে নিয়ে আসা হবে বলে তিনি জানান।

২০২০ সালের জানুয়ারিতে তার ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে ডা. আফছারুল আমিনের। তিনি শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বর্তমান সভাপতি। চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, পাহাড়তলী ও হালিশহর) আসনে ১৯৯৬ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত পর পর পাঁচবার সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।

এর মধ্যে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে তিনি এই আসন থেকে নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি সরকারের নৌপরিবহন ও পরে প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রীর দায়িত্বে ছিলেন।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন