Google search engine
প্রচ্ছদফিচারগুগলের অনুবিক্ষণ যন্ত্রে শনাক্ত হবে ক্যান্সার

গুগলের অনুবিক্ষণ যন্ত্রে শনাক্ত হবে ক্যান্সার

চিকিৎসকদের দ্রুত ও নির্ভুলভাবে ক্যানসার সেল শনাক্তে সহায়তা করতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির অণুবীক্ষণ যন্ত্র (মাইক্রোস্কোপ) তৈরি করছে গুগল। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সঙ্গে যৌথভাবে এ অণুবীক্ষণ যন্ত্র তৈরি করছে প্রতিষ্ঠানটি। এরই মধ্যে অগমেন্টেড রিয়্যালটি মাইক্রোস্কোপ (এআরএম) নামের অণুবীক্ষণ যন্ত্রটির নমুনা তৈরির পাশাপাশি সেটির মেধাস্বত্বও করেছে গুগল।

জানা গেছে, অগমেন্টেড রিয়্যালটি মাইক্রোস্কোপটিতে তাৎক্ষণিকভাবে হিটম্যাপ এবং অবজেক্ট আউটলাইনের মতো ভিজ্যুয়াল ইন্ডিকেটর দেখা যাবে। ফলে রোগীর কাছ থেকে নেওয়া নমুনা দ্রুত পৃথক করার পাশাপাশি ক্যানসার সেলের উপস্থিতি শনাক্ত করা সহজ হবে।

গুগলের করা পেটেন্টে বলা হয়েছে, এই অগমেন্টেড রিয়্যালটি মাইক্রোস্কোপ দিয়ে ব্লাড স্লাইডস বা টিস্যু পর্যবেক্ষণ করলে বাড়তি তথ্য, যেমন হিটম্যাপ, বর্ডার দেখা যাবে। কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর এসব সুবিধার কারণে প্যাথলজিস্টরা আরও সহজে নমুনা আলাদা করে ক্যানসার সেল বা প্যাথোজেনসের উপস্থিতি শনাক্ত করতে পারবেন।

গুগল জানিয়েছে, তারা এমন একটি প্রযুক্তি তৈরিতে কাজ করছে, যা হাসপাতাল ও ক্লিনিকে ব্যবহৃত মাইক্রোস্কোপের জায়গায় নতুন কিছু সুবিধা যোগ করবে। এআইভিত্তিক এই অগমেন্টেড রিয়্যালটি মাইক্রোস্কোপ নির্দিষ্ট স্বাস্থ্যগত অবস্থা মূল্যায়নেও সাহায্য করবে।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন