Google search engine
প্রচ্ছদরাজনীতিজাতীয় সরকার ছাড়া এ সরকার ৬ মাসও টিকবে না:...

জাতীয় সরকার ছাড়া এ সরকার ৬ মাসও টিকবে না: সাবেক ভিপি নুর

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, তারা পরিচিত সার্কেল, বন্ধুবান্ধব, সহকর্মীদের নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করেছে। যা গণ–অভ্যুত্থানের অংশীজনদের হতাশ করেছে। চার মাসেও দেশে স্থিতিশীলতা আসেনি। জাতীয় সরকার ছাড়া এ সরকার ছয় মাসও টিকবে না।

গতকাল শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে হাতিরঝিলে এক সভায় নুরুল হক এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর গণ অধিকার পরিষদের গুলশান জোনের উদ্যোগে জুলাই-আগস্টে ছাত্র জনতার গণ–অভ্যুত্থানের শহীদদের স্মরণে এবং আহত ব্যক্তিদের সুস্থতা কামনায় এই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্র করা হচ্ছে বলেও অভিযোগ করে নুরুল হক বলেন, নির্বাচন নিয়ে সরকার, রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন শুরু হয়ে গেছে।

গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, সেদিন আমি মন্ত্রণালয়ে গিয়েছিলাম, সেখানে জুলাই বিপ্লবে হাত-পা হারানো কয়েকজনের সঙ্গে দেখা হয়েছে। তাদের অফিসেও অনেকে আসে, তাদের জিজ্ঞেস করা হলে কেউ চিকিৎসা ও সহযোগিতা নিয়ে সন্তোষ প্রকাশ করেন না।

বারবার আহত ও নিহত ব্যক্তিদের সহযোগিতা ও ক্ষতিপূরণের কথা বলা হলেও সরকারের কানে পানি যাচ্ছে না বলে অভিযোগ করে নুরুল হক বলেন, যাদের রক্ত, হাত-পা ও চোখ হারানোসহ ত্যাগের কারণে আজকের এই পরিবর্তন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে সেই বিপ্লবীদের খোঁজখবর নেয়া হচ্ছে না, সহযোগিতা করা হচ্ছে না। এটা দুর্ভাগ্য ও দুঃখজনক।

গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের সভাপতি মিজানুর রহমান ভূইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান প্রমুখ।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন