জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদদের তালিকা আগামী সোমবারের (২৩ ডিসেম্বর) মধ্যে তৈরি করে পরবর্তী ক্যাবিনেটে পাঠানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।
তিনি বলেন, এ তালিকা সর্বশেষ তালিকা নয়। এখনো তথ্য যাচাই বাছাইয়ের কাজ চলছে। পরবর্তীতে শহীদদের ব্যাপারে তথ্য পাওয়া গেলে সেটাও আমরা তালিকায় এনে ক্যাবিনেটে পাঠাবো।
শুক্রবার (২০ ডিসেম্বর) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এর আগে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ছাত্র-জনতার চিকিৎসা ও শহীদ পরিবারের পুনর্বাসন বিষয়ে সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অধ্যাপক সায়েদুর রহমান বলেন, হাসপাতালে আহত রোগীদের খাবারের মানোন্নয়নে বরাদ্দ বৃদ্ধির ব্যাপারে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। আশাকরি, বরাদ্দ বাড়লে খাবারের মানে দৃশ্যমান উন্নতি দেখা যাবে। এ ছাড়া সকল হাসপাতালে পরিচালকদের নির্দেশ দেয়া হয়েছে কোন অবস্থাতেই আহত রোগীদের যেন নিজের টাকা খরচ করে চিকিৎসার জন্য কিছু কিনতে না হয়।
গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের দলনেতা খন্দকার জহিরুল ইসলাম জানান, এখন পর্যন্ত ৮৫৯ জন শহীদদের ভেরিফাইড তথ্য স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ডিপার্টমেন্ট থেকে পাওয়া গেছে। এটা যদিও চূড়ান্ত নয়, এ ব্যাপারে কাজ অব্যাহত আছে।
সভায় জুলাই-আগস্ট ২০২৪ গণঅভ্যুত্থানে আহত ছাত্র-জনতার চিকিৎসা, শহীদ ও আহতদের তালিকা চূড়ান্তকরণ, শহীদ পরিবার ও আহত রোগীদের পুনর্বাসন, পুনর্বাসনের জন্য সংশ্লিষ্ট অংশীজনের মধ্যে দায়িত্ব বণ্টনসহ নানা বিষয়ে আলোচনা হয়।
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম জানান, এ পর্যন্ত ৫২৫ শহীদ পরিবার এবং ১ হাজার ৪১০ জন আহতকে ফাউন্ডেশনের থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
সভায় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব ডা. মো. সারোয়ার বারী, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. মহিউদ্দিন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডা. নাজমুল হোসেন প্রমুখ।