২৯ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদ ও তার ব্যক্তিগত সহকারী আকিজ উদ্দিনের বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে মামলা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের আদালতে মামলাটির আবেদন করেন নাজমে নওরোজ নামে এক নারী। শুনানি শেষে মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) চট্টগ্রাম জেলা ও মেট্রো ইউনিটকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়, নারী উদ্যোক্তা নাজমে নওরোজ নগরীর ল্যা অ্যারিস্টোক্রেসি রেস্টুরেন্টের মালিক। রেস্টুরেন্টটিতে আগে তিনজন শেয়ারহোল্ডার ছিল। পরে তিনি বাকি দুজন থেকে সব শেয়ার কিনে একক মালিকানায় রেস্টুরেন্টটি পরিচালনা করছিলেন। ব্যবসার সুবাদে এস আলম গ্রুপের মালিক সাইফুল আলম মাসুদের সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে মাসুদ ব্যবসা বাড়ানোর জন্য তার মালিকানাধীন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কাজির দেউড়ি মহিলা শাখা থেকে প্রথমে দুই কোটি টাকা ঋণ দেন। আর তার ব্যক্তিগত সহকারী আকিজের সঙ্গে পরিচয় করিয়ে দেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, ২০১৬ থেকে ২০২১ সালে আকিজ তাকে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করার নামে ওই ব্যাংক থেকে কয়েক দফায় মোট ৩০ কোটি টাকা ঋণ নিতে সহযোগিতা করেন। এ সুযোগে আকিজ ব্যাংকে ঋণের বিপরীতে থাকা ওই নারীর সই করা খালি চেকের মাধ্যমে ও ধার হিসেবে কয়েক দফায় ২৯ কোটি টাকা আত্মসাৎ করেন। চলতি বছরের ২২ জুলাই টাকাগুলো ফেরত চাইলে আকিজ ওই নারীকে খুন করে লাশ গুম করার হুমকি দেন।
বাদীর আইনজীবী শুভঙ্কর ঘোষ বলেন, আদালত ভুক্তভোগীর অভিযোগ গ্রহণ করে সিআইডিকে তদন্ত করার নির্দেশ দিয়েছেন।