Google search engine
প্রচ্ছদরাজনীতিক্ষমতায় গেলে শহীদদের নামে প্রতিষ্ঠানের নামকরণ করবে বিএনপি: তারেক...

ক্ষমতায় গেলে শহীদদের নামে প্রতিষ্ঠানের নামকরণ করবে বিএনপি: তারেক রহমান

বিএনপি ভবিষ্যতে জনগণের সমর্থণে সরকার গঠনে সক্ষম হলে সারাদেশে স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদদের নামে স্থান ও প্রতিষ্ঠানের নামকরণের প্রস্তাব করবে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, সারাদেশে স্বৈরাচার বিদায় করতে যারা নিজেদের জীবন উৎসগ করেছেন, প্রতিটি মানুষের নাম যাতে হারিয়ে না যায় সেজন্য মহানগর, জেলা ও থানা পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থান শহীদদের নামে নামকরণ করার চিন্তা রয়েছে বিএনপির। এবং যারা ক্ষতিগ্রস্থ হয়েছেন তাদের সহযোগিতার জন্য আমরা প্রচেষ্টা গ্রহণ করব।

সোমবার (১৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা জানান। চব্বিশের গণঅভ্যুত্থানে পঙ্গুত্ববরণকারী ছাত্র-জনতা ও দুস্থদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে ‘আমরা বিএনপি পরিবার’।

তারেক রহমান বলেন, গত ১৭ বছর ধরে বিভিন্ন পর্যায়ে থেকে আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি। মানুষ তার কথা বলার অধিকার ও ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য আন্দোলন করেছে। সেই আন্দোলনের খুব অল্প সংখ্যক মানুষের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা করছি। আজকের এই প্রচেষ্টা খুবই ক্ষুদ্র।

তিনি আরও বলেন, বিগত ১৭ বছরে স্বৈরাচার মুক্ত বর্তমান পরিস্থিতি তৈরি করতে গিয়ে বহু মানুষ দল-মত নির্বিশেষে ক্ষতিগ্রস্ত হয়েছেন। সবাইকে কতটুকু সাহায্য দরকার ব্যক্তিগতভাবে আমি জানি না। তবে যারা শহীদ হয়েছেন, যারা শারীরিকভাবে পঙ্গু বা আহত ও ক্ষতিগ্রস্থ হয়েছেন তাদের পরিবারের পাশে কতটুকু দাঁড়ানো যাবে আমি বলতে পারব না। তবে আমাদের কর্তব্য ও দায়িত্ব- তাদের পাশে যতটুকু সম্ভব সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দাঁড়ানো। আমি করে করি, দলমত নির্বিশেষে এটা সবার দায়িত্ব।

‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কোষাধ্যক্ষ ও বিএনপি পরিবারের উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত প্রমুখ।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন