Google search engine
প্রচ্ছদজাতীয়নতুন কর্মসূচি দিয়ে সায়েন্সল্যাব ছাড়লেন সাত কলেজের শিক্ষার্থীরা

নতুন কর্মসূচি দিয়ে সায়েন্সল্যাব ছাড়লেন সাত কলেজের শিক্ষার্থীরা

সাত কলেজ সংষ্কার কমিশন বাতিল করে বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠনের দাবিতে আগামী রোববার (৩ নভেম্বর) সকাল ১১টায় আবারও সায়েন্সল্যাব মোড়ে শান্তিপূর্ণ ব্লকেড এবং অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন সাত কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। তবে শনিবার (২ নভেম্বর) পর্যন্ত তিনদিন কর্মসূচি স্থগিত থাকবে।

এসময়ে প্রতিটি কলেজে বিভাগভিত্তিক অনলাইন আলোচনা সভা করবেন সাত কলেজের শিক্ষার্থীরা। বুধবার (৩০ আক্টোবর) সন্ধ্যা ৫টায় সাইন্সল্যাব মোড়ে সংবাদ সম্মেলনে নতুন এ কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা।

সাত কলেজ শিক্ষার্থীদের পক্ষে সংবাদ সম্মেলনে বক্তব্যে পাঠ করেন কবি নজরুল কলেজের শিক্ষার্থী আজম খান।

এর আগে এ দিন বেলা ১১ টা থেকে টানা ৬ ঘন্টা সাইন্সল্যাব অবরোধ করে রাখে আন্দোলনকারী শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনের পরে সাইন্সল্যাব মোড় ছেড়ে যান শিক্ষার্থীরা। এসময় আশেপাশের সড়কে যান চলাচল স্বাভাবিক হতে থাকে।

সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি আব্দুর রহমান বলেন, বৈষম্য দূর করে সাত কলেজের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা একমাত্র সমাধান। আমরা আমলাতান্ত্রিক কমিটি প্রত্যাখ্যান করছি। আমাদের দাবি শিক্ষাবিদ, গবেষক, শিক্ষা প্রতিনিধির সম্বন্বয়ে একটি বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠন করবেন এই প্রত্যাশা রাখছি।

শিক্ষা উপদেষ্টার উদ্দেশ্য তিনি বলেন, আপনি একজন শিক্ষবিদ। আপনি শিক্ষার্থীদের ন্যায্য দাবিকে মূল্যায়ন করবেন। দীর্ঘ সাত বছরের বৈষম্য দূর করবেন। এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের দাবি পূরণ করে দেবেন।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন