Google search engine
প্রচ্ছদলিডভারতে পালানোর সময় এস আলম গ্রুপের কর্মকর্তা গ্রেপ্তার

ভারতে পালানোর সময় এস আলম গ্রুপের কর্মকর্তা গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর হয়ে ভারত পালানোর সময় এস আলম গ্রুপের কর্মকর্তা সুজন কান্তি দে’কে (৪৪) গ্রেপ্তার করেছে আখাউড়া ইমিগ্রেশন পুলিশ। শুক্রবার (২৫ অক্টোবর) স্থলবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সুজন কান্তি আনোয়ারা উপজেলার মালঘর এলাকার সনজিত কান্তি দের ছেলে। তিনি এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের সিনিয়র ডেলিভারি অফিসার পদে গত ২৩ বছর ধরে চাকরি করছেন। তার বিরুদ্ধে এস আলম গ্রুপকে অর্থ পাচারে সহায়তা করার অভিযোগ রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে আখাউড়া ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ (ওসি) খায়রুল আলম জানান, সুজন কান্তি দে ২৩ বছর যাবত এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের সিনিয়র ডেলিভারি অফিসার পদে চাকরি করে আসছেন। তার বিরুদ্ধে চট্টগ্রামের আনোয়ারা থানায় নিয়মিত মামলাসহ এস আলম গ্রুপের কর্ণধারকে অর্থপাচারে সহায়তা করার অভিযোগ রয়েছে।

আনোয়ারা থানার রিকুইজিশন মূলে বহির্গমন রোধপূর্বক গ্রেপ্তার করে তাকে আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে। আখাউড়া থেকে আনোয়ারা থানার পুলিশ তাকে নিয়ে যাওয়ার কথা রয়েছে বলেও জানান ওসি।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন