Google search engine
প্রচ্ছদফিচারপর্যটকদের জন্য পর্যটন ফি অর্ধেক করছে ভুটান

পর্যটকদের জন্য পর্যটন ফি অর্ধেক করছে ভুটান

ভুটান সরকার পর্যটকদের জন্য পর্যটন ফি অর্ধেক করতে চলেছেন। ভুটানে বেড়াতে যাওয়া পর্যটকদের জন্য নিঃসন্দেহে এটি খুশির খবর। করোনা ভাইরাসের বিধি-নিষেধ শেষ হওয়ার এক বছর পরও ধুকতে থাকা পর্যটন বিভাগটিকে পুনরুদ্ধারের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিনপ্রতি মাথাপিছু ২০০ ডলারের পর্যটন ফি অর্ধেক করতে চলেছে ভুটান।

গত শুক্রবার এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানায় ভুটান সরকার। বিবৃতিতে বলা হয়েছে, দিনপ্রতি ২০০ ডলারের ফি অর্ধেক করা হবে। প্রতি রাতের জন্য ১০০ ডলার ফি’র নতুন হার সেপ্টেম্বর থেকে কার্যকর হবে এবং চার বছর ধরে চলবে। এই পদক্ষেপ কর্মসংস্থান সৃষ্টি, বৈদেশিক মুদ্রা অর্জনে ও সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধিতে পর্যটন খাতের গুরুত্বপূর্ণ ভূমিকার পরিপ্রেক্ষিতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দুই বছরের করোনা বিধিনিষেধ প্রত্যাহারের পর ২০২২ সালের সেপ্টেম্বরে ভুটানে বিদেশি পর্যটকের কাছ থেকে নেওয়া সাসটেইনেবল ডেভেলপমেন্ট ফি (এসডিএফ) বৃদ্ধি করা হয়। আগে এ ফি’র পরিমাণ ছিল ৬৫ ডলার। এরসঙ্গে আরও ১৩৫ ডলার বাড়িয়ে দুশ করা হয়।

দেশটির পর্যটন বিভাগের মহাপরিচালক দরজি ধ্রাধুল বলেছেন, ফি অর্ধেক করায় সেপ্টেম্বর-ডিসেম্বরের শীর্ষ পর্যটন সময়কালে আগমন বাড়তে পারে, যার মধ্যে প্রধানত বৌদ্ধ দেশটিতে অনেক ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অন্তর্ভুক্ত রয়েছে।

১৯৭৪ সালে পর্যটকদের জন্য উন্মুক্ত হয় ভুটান। ২০১৯ সালে দেশটি তিন লাখ ১৫ হাজার ৬০০ পর্যটক পেয়েছিল যা আগের বছরের তুলনায় ১৫ দশমিক ১ শতাংশ বেশি। ১৯৭৪ সালে মাত্র ৩০০ পর্যটক নিয়ে পর্যটন শিল্পে যাত্রা শুরু করেছিল হিমালয়ের পূর্ব প্রান্তের বৌদ্ধ রাজ্যটি।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন