খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় অবৈধ অনুপ্রবেশকারী ভারতীয় তিন নারীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা ভারত থেকে অবৈধ উপায়ে সাথে এনেছিলেন প্রসাধনী, প্যাকেটজাত খাবার ও মোবাইল ফোন।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাতে মাটিরাঙ্গা বিআরটিসি বাস কাউন্টারের সামনে থেকে মালামালসহ তাদের গ্রেফতার করার এ বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মুক্তা ধর।
গ্রেফতারকৃতরা হলেন, ২৪ পরগনা, পশ্চিম বঙ্গের বাসিন্দা সুমি আক্তার প্রকাশ সুমি সেলিম শেখ (৩৪) ও রুমি আক্তার (৩২) এবং পূর্ব বর্ধমান, হুগলি পশ্চিম বঙ্গের শিলা দাস প্রকাশ শিলা খাতুন (২৮)।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে মাটিরাঙ্গা বাজারে বিআরটিসি কাউন্টারের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের সাথে থাকা ৩৬ প্রকারের ভারতীয়সহ বিভিন্ন দেশের তৈরি কসমেটিক্স, খাদ্য সামগ্রী ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর বলেন, ‘গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’