Google search engine
প্রচ্ছদচট্টগ্রামবোয়ালখালীর শাকপুরা বৌদ্ধ বিহারে ডাকাতি

বোয়ালখালীর শাকপুরা বৌদ্ধ বিহারে ডাকাতি

বোয়ালখালীর শাকপুরা বৌদ্ধ বিহারে লোকদের জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখনও মামলা দায়ের হয়নি বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার (১৮ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে শাকপুরার ৫ নম্বর ওয়ার্ডের বড়ুয়ার টেক এলাকার প্রজ্ঞাবংশ বিদর্শন ভাবনা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, পুলিশ পরিচয় দিয়ে বিহারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে বিহারের আলমিরায় রক্ষিত নগদ ৬০ হাজার টাকা, ভান্তের মোবাইল, স্বর্ণালংকার সহ আইপিএস ব্যাটারি, দানবাক্সের টাকা নিয়ে গেছে ডাকাত দল।

বিষয়টি নিশ্চিত করে বোয়াখালীর ডিউটি অফিসার আবু সায়েদ বলেন, গত রাতে ঘটনায় থানায় এখনও কোন মামলা বা অভিযোগ দায়ের করা হয়নি। এছাড়া পুলিশ পরিচয় দিয়ে ডাকাতি হয়েছে এ বিষয়ে এখনও নিশ্চিত করা যাচ্ছে না।

বোয়ালখালী থানার ওসি আসরাফ উদ্দিনের মুঠোফোনে বারবার কল দেওয়া হলেও তিনি রিসিভ না করায় এ বিষয়ে তার বক্তব্য জানা যায়নি।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন