Google search engine
প্রচ্ছদবিনোদনঅনলাইন থেকে তথ্য নিয়ে শাহরুখকে খুনের হুমকি!

অনলাইন থেকে তথ্য নিয়ে শাহরুখকে খুনের হুমকি!

সম্প্রতিই বলিউড কিং শাহরুখ খানকে মৃত্যুর হুমকি দিয়েছিলেন এক ব্যক্তি। শুধু তাই নয় ৫০ লাখ টাকাও দাবি করেন। এবার জানা গেল হুমকিদাতা সেই ব্যক্তি অনলাইনে রীতিমত নজরদারি চালিয়েছেন কিং খানের উপর।

শাহরুখ খানকে হুমকি দেওয়া ওই ব্যক্তির নাম ফায়জান খান। তিনি পেশায় একজন আইনজীবী। তাকে খুনের হুমকি ও টাকা দাবি করার দায়ে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আইনজীবী ফায়জান খান অনলাইনে রীতিমত পড়াশোনা করেছেন শাহরুখ খানকে নিয়ে। তার নিরাপত্তার তথ্য জোগাড় করেছেন। তবে শুধু শাহরুখ নয়, কিং খানের পুরো পরিবারের তথ্য নাকি ফায়জান নিতেন বলে তদন্তে বেরিয়ে এসেছে। নজরদারি চালাতেন কিং খান ও তার ছেলে আরিয়ান খানের ওপর। বাদ দেননি তাদের নিয়ে বিভিন্ন তথ্য অনলাইন থেকে জানতে।

ফায়জানের মোবাইল জব্দ করে এই তথ্যগুলো জানা গেছে। আপাতত গ্রেপ্তার ফায়জান খান অর্থাৎ সেই অভিযুক্ত আইনজীবী আগামী ১০ দিনের জন্য জেল হেফাজতে থাকবেন।

প্রসঙ্গত, গত ৭ নভেম্বর এই ব্যক্তি বান্দ্রা পুলিশ স্টেশনে ফোন করে বলেন, ‘শাহরুখ খান সেই ব্যক্তিই না যে মান্নাতে থাকে, একটা বাসস্ট্যান্ডওয়ালা। ওকে বলুন ৫০ লাখ টাকা দিতে। না দিলে আমি ওকে মেরে দেব।’ এই ফোন কলের পরই তদন্ত শুরু করে দেয় পুলিশ।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন