গতকাল রাতে ভারী বষণে বন্দর নগরী চট্টগ্রামে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাত মাস বয়সী শিশু জান্নাত ও তার পিতা মো.সোহেল মারা যান। একই ঘটনায় আহত হয়েছেন
নিহত জান্নাতের মা স্ত্রী শরীফা বেগম (৩০) ও বোন বিবি কুলসুমা (১০) ।
২৭ আগস্ট, রবিবার ভোরে নগরীর পাঁচলাইশ থানাধীন ষোলশহর আই ডব্লিউ কলোনিতে এ ঘটনা ঘটে।
নগরীর বায়েজিদ বোস্তামী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘ভোরে ষোলশহর রেলওয়ে স্টেশনের পাশে আই ডব্লিউ কলোনিতে পাহাড়ের পাদদেশে থাকা একটি কাঁচা টিন শেডের ঘরের ওপর পাহাড় ধসে দেওয়ালসহ মাটি চাপা পড়ে। খবর পেয়ে বায়েজিদ ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে চার জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এরমধ্যে দুজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল (চমেক) পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশিক বলেন, পাহাড় ধসে গুরুতর আহত অবস্থায় মো. সোহেল ও তার সাত মাস বয়সী মেয়ে বিবি জান্নাতকে সকাল ৭টা ৩৫মিনিটে হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করেন।