‘স্লিপ অ্যাপনিয়া’ নামক রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবারই প্রেসিডেন্টের সহকারী প্রেস সচিব অ্যান্ড্রু বেটস এই তথ্য জানিয়েছেন।
এই রোগে ঘুমন্ত অবস্থায় মানুষের শ্বাসপ্রশ্বাস অনিয়মিত হয়ে যায়। নাক ডাকারও সমস্যা দেখা যায় কারও কারও ক্ষেত্রে।
হোয়াইট হাউস জানিয়েছে, ২০০৮ সাল থেকেই এই রোগে আক্রান্ত বাইডেন। এই রোগ নিরাময়ের জন্যই “সিপ্যাপ” নামক এক যন্ত্রের সাহায্য নেন মার্কিন প্রেসিডেন্ট। এক্ষেত্রে দু’টি ফিতার সাহায্যে একটি মাস্ক রোগীর মুখে পরিয়ে দেওয়া হয়।
পজিটিভ এয়ারওয়ে প্রেশার (সিপ্যাপ) নামের এই মেশিনটি ঘুমের সময় চালু রাখলে নিঃশ্বাস ও প্রশ্বাস উভয় ক্ষেত্রেই সহায়তা করে। নিদ্রাহীনতায় এই মেশিনটির কার্যকারিতা এরই মধ্যে প্রমাণিত। আর সেটিই ব্যবহারের পরামর্শ দিয়েছেন প্রেসিডেন্ট বাইডেনের চিকিৎসকরা।
হোয়াইট হাউসের সহকারী প্রেস সচিব জানিয়েছেন, ওই ফিতার কারণেই মাঝে মাঝে গালে দাগ হয়ে যায় বাইডেনের।
উল্লেখ্য, বাইডেন আমেরিকার ইতিহাসে প্রবীণতম প্রেসিডেন্ট। ২০২০ সালে রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হারানো প্রবীণ এই ডেমোক্র্যাট রাজনীতিক ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও লড়াই করার প্রস্তুতি নিচ্ছেন।