প্রচণ্ড গরমের শিকার হয়েছেন সৌদি আরবের হজযাত্রীরা।
জানা গেছে, গত তিন দিনে হিটস্ট্রোকের শিকার হয়েছেন প্রায় সাড়ে ৬ হাজারেরও বেশি হজযাত্রী।
বৃহস্পতিবার ভোরে মক্কার কাছে মিনা উপত্যকায় তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। গত ৩৯ দিনে মক্কা ও মদিনায় গরমে অসুস্থ হয়ে পড়া এক লাখ ১১ হাজার ৭৬১ জন হজযাত্রীকে স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে।
পবিত্র স্থানগুলিতে হজ যাত্রীদের সেবা দেওয়ার জন্য সব ধরনের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডাঃ মহম্মদ আল আব্দুল আলি।
সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রী হজযাত্রীদের সরাসরি সূর্যের আলোর সংস্পর্শ এড়িয়ে চলতে বলেছেন। পর্যাপ্ত পরিমাণে পানি খেতে বলেছেন। ছাতা ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরে ১৬০টিরও বেশি দেশ থেকে ২০ লক্ষের বেশি মানুষ হজ পালন করেছেন।