Google search engine
প্রচ্ছদজাতীয়একদিন বাড়লো ঈদুল আজহার ছুটি

একদিন বাড়লো ঈদুল আজহার ছুটি

ঈদুল আজহায় একদিন ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

এ সিদ্ধান্তের ফলে এবারের ঈদে তিন দিনের পরিবর্তে চারদিনের ছুটি মিলবে। আর শনিবারের সাপ্তাহিক ছুটি যোগ করলে সরকারি চাকরিজীবীরা মোট পাঁচদিনের ছুটি পাবেন ।

পূর্ব ঘোষণা অনুযায়ী, ঈদের ছুটি হওয়ার কথা ছিল ২৮ থেকে ৩০ জুন (চাঁদ দেখার ওপর ঈদ নির্ভরশীল)। এখন ২৭ জুন থেকেই ঈদের ছুটি শুরু হবে। চাঁদ দেখা সাপেক্ষে যদি ২৯ জুন পবিত্র ঈদুল আজহা হয়, তাহলে ঈদের ছুটি হবে ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত। এর পরদিন ১ জুলাই শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে এবারের ঈদের ছুটি হচ্ছে পাঁচদিন।

এর আগে, ১৩ জুন আইনশৃঙ্খলা বিষয়ক মন্ত্রিসভা কমিটির সভায় ঈদের ছুটি একদিন বাড়ানোর সুপারিশ করা হয়েছিল। এছাড়া রোববার ঈদ সামনে রেখে অনুষ্ঠিত আইনশৃঙ্খলাবিষয়ক সভা শেষে ঈদে একদিন ছুটি বাড়ানোর প্রস্তাবকে যৌক্তিক বলে মন্তব্য করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

এর আগে গত ঈদুল ফিতরেও নির্বাহী আদেশে এক দিন ছুটি বাড়িয়েছিল সরকার।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন