Google search engine
প্রচ্ছদখেলাধুলাবিশ্বকাপের ভেন্যূ বদলের দাবি পাকিস্তান ক্রিকেট বোর্ডের

বিশ্বকাপের ভেন্যূ বদলের দাবি পাকিস্তান ক্রিকেট বোর্ডের

পাকিস্তানের হাইব্রিড মডেলে এশিয়া কাপ খেলতে রাজি হওয়ায় বিশ্বকাপ খেলতে ভারতে আসতে প্রস্তুত পাকিস্তান। কিন্তু ম্যাচের স্থান নিয়ে এখনও সন্তুষ্ট নয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। ভেন্যু বদলের আবেদন জানানো হতে পারে বলে ইংগিত পাওয়া গেছে।

একদিনের বিশ্বকাপের চূড়ান্ত সূচি ঘোষণা না হলেও খসড়া অনুযায়ী ১৫ অক্টোবর ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার কথা আহমেদাবাদে। কিন্তু নরেন্দ্র মোদি স্টেডিয়ামে খেলতে রাজি নয় পাকিস্তান। পাশাপাশি আরও দুটো ভেন্যু নিয়ে সমস্যা রয়েছে।

আহমেদাবাদের পর বেঙ্গালুরু এবং চেন্নাইয়ে খেলা নিয়েও অসন্তোষ জানিয়েছে পাকিস্তান। বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়া এবং চেন্নাইয়ে আফগানিস্তানের বিরুদ্ধে খেলার কথা বাবরদের। কিন্তু পিসিবি দাবি করেছে, এই দুই মাঠের পিচ তাঁদের খেলার ধরনের সঙ্গে খাপ খায় না। তাই এই দুই ভেন্যুতেও খেলতে চাইছে না পাকিস্তান।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ইতিমধ্যেই বিসিসিআইকে বিষয়টি জানানো হয়েছে। তিনটি স্থানই বদলের দাবি জানানো হয়েছে। শোনা যাচ্ছে, পিসিবি আইসিসির কাছেও আবেদন করতে পারে।

উল্লেখ্য, আইসিসির কাছে খসড়া সূচি পাঠিয়ে দিয়েছে বিসিসিআই। বিশ্বকাপে খেলা সব দেশের কাছেও সূচি পাঠানো হয়েছে। তাঁদের থেকে গ্রিন সিগন্যাল পেলেই সরকারিভাবে সূচি ঘোষণা করা হবে।

সাধারণত বিশ্বকাপের সূচি অনেক আগেই ঘোষণা হয়ে যায়। কিন্তু এবার এশিয়া কাপ নিয়ে টানাপোড়েনে সূচি ঘোষণায় অতিরিক্ত দেরী হচ্ছে। বিশ্বকাপের বাকি মাত্র সাড়ে তিন মাস। কিন্তু এখনও চূড়ান্ত সূচি ঘোষণা করতে পারেনি এবারের বিশ্বকাপ আয়োজক ভারতীয় ক্রিকেট বোর্ড।

উল্লেখ্য, আগামী ৫ অক্টোবর ইংল্যান্ড–নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে ভারতের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পুরুষদের একদিনের বিশ্বকাপ শুরু হবে ।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন