Google search engine
প্রচ্ছদজাতীয়শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন জাতিসংঘের মহাসচিব

শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন জাতিসংঘের মহাসচিব

টানা চতুর্থবার সরকার গঠন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতারেস।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) জাতিসংঘ প্রধানের স্বাক্ষরিত এক চিঠিতে এ অভিনন্দন জানানো হয়।

চিঠিতে বলা হয়, পুরনায় বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় আমি আপনাকে অভিনন্দন জানাচ্ছি। জাতিসংঘ বাংলাদেশের অংশীদারিত্বকে গভীরভাবে মূল্যায়ন করে। এছাড়াও জাতিসংঘ মিশনে বাংলাদেশর অবদানকেও তুলা হয় হয়।

চিঠিতে অ্যান্তোনিও গুতারেস বৈশ্বিক সংকটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উল্লেখযোগ্য অবদানের কথা তুলে ধরে বলেন, আপনার (শেখ হাসিনা) সমর্থন আমাদের বৈশ্বিক সংকট মোকাবিলায় সহযোগিতা করবে।

এছাড়া বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং আন্তর্জাতিক অর্থনীতিকে সুদৃঢ় করবে। পাশাপাশি রোহিঙ্গদের আশ্রয় এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের দুর্বার গতিতে এগিয়ে যাওয়ার বিষয়েও প্রশংসা করা হয়।

চিঠিতে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করারও দৃঢ় অঙ্গিকার ব্যক্ত করেন।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন