খতিজা রহমান, গান করছেন অনেক দিন যাবত। একাধিক ছায়াছবির নেপথ্য গায়িকা। এবার বাবা অস্কার জয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমানকে অনুসরণ করে নেমেছেন সঙ্গীত পরিচালনায়। নিজেই টুইট করে জানিয়েছেন খুশির খবর।
রহমান কন্যা তামিল ছবি ‘মিনমিনি’তে সঙ্গীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন। খতিজার পাশাপাশি ছবির পরিচালক হালিথা শামীমও সোমবার আনুষ্ঠানিক ঘোষণা করেন। টুইটে লেখেন, ‘এই ব্যতিক্রমী প্রতিভা নিয়ে কাজ করতে পেরে খুব খুশি #মিনমিনির জন্য খাতিজা রহমান। সঙ্গীত পরিচালনায় উজ্জ্বল প্রতিভা। দুর্দান্ত কিছুই হতে চলেছে।’ রেকর্ডিং স্টুডিওতে হালিথা আর খাতিজার পাশাপাশি বসে কাজ করার ছবিও ভাগ করে নিয়েছেন।
২০১০ সাল । অ্যাকশন ছবি ‘এনথিরান’য় নেপথ্য গায়িকা হিসেবে আত্মপ্রকাশ খতিজার। এরপর বহু তামিল, তেলুগু এবং হিন্দি ছবির শীর্ষসঙ্গীত গেয়েছেন। তালিকায় আছে ‘রোবট’, ‘ইরাভিন নিঝল’ এবং ‘মিমি’ এর মতো হিট ছবি।
খতিজা সম্প্রতি মণিরত্নমের ‘পোন্নিয়ান সেলভান ২’-এ ‘চিন্নানজিরু’ গানটিও গেয়েছেন। হালিথার ‘মিনমিনি’তে প্রধান চরিত্রে অভিনয় করেছেন এথার অনিল, গৌরব কালাই এবং প্রবীণ কিশোর। জনপ্রিয় তামিল ছবি ‘আইলে’ (২০২১), ‘সিল্লু কারুপাট্টি’ (২০১৯) ‘পুভারসাম পিপি’ (২০১৪)-র মতো ছবির পরিচালক হালিথা।
এই বছরের শেষের দিকে ‘মিনমিনি’ মুক্তি পেতে পারে।