Google search engine
প্রচ্ছদখেলাধুলাঅবশেষে বরফ গলছে। পাকিস্থানকে নিয়েই ওডিআই বিশ্বকাপের আসর বসছে...

অবশেষে বরফ গলছে। পাকিস্থানকে নিয়েই ওডিআই বিশ্বকাপের আসর বসছে ভারতের মাটিতে

নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ৫ অক্টোবর পুরুষদের একদিনের আন্তরজাতিক ম্যাচের বিশ্বকাপ শুরু হবে ইংল্যান্ড–নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে। ৮ অক্টোবর চেন্নাইয়ে অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু রোহিতদের। পাক-ভারত মহারণ অনুষ্ঠিত হবে ১৫ অক্টোবর আমেদাবাদেই।

বিসিসিআইয়ের তরফে ক্রীড়াসূচির যে খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই হতে চলেছে রোহিত–বাবরদের লড়াই।

বোর্ডের তরফে খসড়া সূচি আইসিসিকে পাঠানো হয়েছে। বাকি দেশগুলোকেও তা পাঠানো হবে। চূড়ান্ত অনুমোদন পেলে প্রকাশিত হবে বিশ্বকাপ ক্রিকেটের সূচি।

খসড়া সূচি অনুযায়ী ৫ অক্টোবর বিশ্বকাপ শুরু হবে ইংল্যান্ড–নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে। উদ্বোধনী ম্যাচ হবে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। ফাইনাল ১৯ নভেম্বর আমেদাবাদে। দুটি সেমিফাইনাল হওয়ার কথা ১৫ ও ১৬ নভেম্বর। তবে স্থান চূড়ান্ত হয়নি।

ভারত গ্রুপ পর্বের ৯টি ম্যাচ খেলবে দেশের নয় শহরে। ৮ অক্টোবর ভারত–অস্ট্রেলিয়া ম্যাচ হওয়ার কথা চেন্নাইয়ে। ১১ অক্টোবর দিল্লিতে ভারতের সামনে আফগানিস্তান। ১৫ অক্টোবর ভারত–পাকিস্তান ম্যাচ হতে চলেছে আমেদাবাদে। ১৯ অক্টোবর ভারত–বাংলাদেশ ম্যাচ হবে পুণেতে। ২২ অক্টোবর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ ধরমশালায়। ২৯ অক্টোবর ভারত–ইংল্যান্ড ম্যাচ লখনউতে। ২ নভেম্বর মুম্বইয়ে ভারত খেলবে যোগ্যতা অর্জনকারী দলের বিরুদ্ধে। ৫ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ ইডেনে। ১১ নভেম্বর ভারত বেঙ্গালুরুতে খেলবে যোগ্যতা অর্জনকারী দলের বিরুদ্ধে।

অন্যদিকে পাকিস্তান গ্রুপ লিগের ম্যাচ খেলবে ভারতের পাঁচ শহরে। ৬ এবং ১২ অক্টোবর পাকিস্তান যোগ্যতা অর্জনকারী দুটি দলের বিরুদ্ধে খেলবে হায়দরাবাদে। এরপর ১৫ অক্টোবর ভারতের বিরুদ্ধে খেলা আমেদাবাদে। ২০ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে হবে বেঙ্গালুরুতে। ২৩ ও ২৭ অক্টোবর আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাকিস্তান খেলবে চেন্নাইয়ে। ৩১ অক্টোবর পাকিস্তান–বাংলাদেশ ম্যাচ ইডেনে। আবার ১২ নভেম্বর ইংল্যান্ড ম্যাচও রয়েছে ইডেনে। ৫ নভেম্বর নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তান খেলবে বেঙ্গালুরুতে।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন