মার্কিন যুক্তরাষ্ট্রের পরমাণু বিষয়ক ও সামরিক নানা পরিকল্পনা-সহ শতশত রাষ্ট্রীয় গোপন নথির অপব্যবহারের দায়ে এরই মধ্যে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিযুক্ত করা হয়েছে।
সিএনএন এর এক খবরে বলা হয়, ফ্লোরিডার পাম বিচে বিলাসবহুল বাসভবন মার-এ-লাগো’র বলরুমে, এমনকী শৌচাগারেও সেইসব অতি গুরুত্বপূর্ণ নথি রেখে দিয়েছিলেন ট্রাম্প।
তবে ২০২৪ সালে রিপাবলিকান পার্টির হয়ে নির্বাচনের ঘোষণা করে এরই মধ্যে প্রচার শুরু করা ডোনাল্ড ট্রাম্প এসব অভিযোগ নাকচ করে দিয়েছেন। তিনি অন্যায়ভাবে কিছু করেননি বলে দাবি করেছেন।
৩৭ দফা অভিযোগের পাশাপাশি ট্রাম্পের বিরুদ্ধে তদন্তে বাধা দেওয়ারও অভিযোগ আনা হয়েছে। ট্রাম্পের সঙ্গে তাঁর ব্যক্তিগত সহকারী ওয়াল্ট নটা এবং হোয়াইট হাউসের প্রাক্তন সামরিক কর্মকর্তারা যাঁরা এফবিআইকে না জানিয়ে নথিগুলোর ফাইল হোয়াইট হাউস থেকে ফ্লোরিডার বাসভবনে নিয়ে গিয়েছিলেন, তাঁদের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে।
৪৯ পৃষ্ঠার অভিযোগপত্রে বলা হয়েছে, মার্কিন পরমাণু কর্মসূচি, আমেরিকা ও অন্যান্য দেশের প্রতিরক্ষা এবং অস্ত্র সক্ষমতা, আমেরিকা ও মিত্র দেশগুলোর সম্ভাব্য সামরিক হামলাস্থলগুলো, বিদেশি হামলার ক্ষেত্রে সম্ভাব্য প্রতিশোধমূলক হামলার পরিকল্পনার নথি সরিয়েছেন ট্রাম্প।
৭৭তম জন্মদিনের সন্ধ্যায় ফ্লোরিডার মায়ামির আদালতে আগামী মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্পকে এ মামলার অভিযোগের শুনানিতে হাজির হতে হবে।