Google search engine
প্রচ্ছদখেলাধুলাবিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল : শুরুতেই উইকেট হারিয়ে চাপে...

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল : শুরুতেই উইকেট হারিয়ে চাপে অস্ট্রেলিয়া

লন্ডনের ওভালে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন।

দিনের চতুর্থ ওভারেই উসমান খাজা শূন্য রানে বিদায়ে শুরুতেই সমস্যায় পড়ে অসিরা। ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজের ওভার দ্য উইকেট একটা ডেলিভারি বাঁ-হাতি খাজা স্লাইড করতে গেলে ব্যাটের বাইরের প্রান্ত ছুঁয়ে উইকেটরক্ষক কেএস ভরতের হাতে জমা পড়ে।

ভারতের উদ্বোধনী বোলারদের একটি চমকপ্রদ স্পেলে সিরাজের হাতে আঘাত পান লাবুশ্যাগনে, ফলে খেলায় সামান্য বিলম্ব হয়।

খেলার প্রথম ঘন্টা দেখে শূনে খেলার পর ডেভিড ওয়ার্নার রানের গতি বাড়াতে সচেষ্ট হন এবং উমেশ যাদবের একটি আলগা ওভার থেকে ১৬ রান সংগ্রহ করেন।

কিন্তু লাঞ্চের কিছুক্ষণ আগে ভারতীয় পেসার শার্দুল ঠাকুরের শিকারে পরিণত হন ওয়ার্নার। লেগ সাইডে একটি পুল শট খেলতে গেলে ভরত ডানদিকে ঝাঁপিয়ে পড়ে দুর্দান্ত ক্যাচ নিয়ে অস্ট্রেলিয়ার অভিজ্ঞ এই বেটারকে ফেরত পাঠান।

লাঞ্চ বিরতির পরপরই মোহাম্মদ শামি ভারতকে বড় সাফল্য এনে দেন। সেশনের প্রথম বলেই মারনাস লাবুশ্যাগনেকে বোল্ড করেন।

ভিক্টোরিয়ান পেসার স্কট বোল্যান্ডকে অস্ট্রেলিয়ার একাদশে রাখা হলেও অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ভারতের একাদশ থেকে বাদ পড়েছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত অস্ট্রেলিয়া ৫১ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করেছে।

ভারত একাদশ

রোহিত শর্মা (ক্যাপ্টেন), শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, কেএস ভরত (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, উমেশ যাদব, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ।

অস্ট্রেলিয়া একাদশ

ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, মারনাস ল্যাবুসচেন, স্টিভ স্মিথ, ট্র্যাভিস হেড, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স কেরি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (ক্যাপ্টেন), মিচেল স্টার্ক, নাথান লিয়ন, স্কট বোল্যান্ড।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন