Google search engine
প্রচ্ছদলিডএবার মাধ্যমিক স্কুলও বন্ধ ঘোষণা

এবার মাধ্যমিক স্কুলও বন্ধ ঘোষণা

তাপপ্রবাহের সতর্ক বার্তার কারণে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে সরকার। বুধবার (৭ জুন) শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে।

এতে বলা হয়, বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র কর্তৃক প্রকাশিত তাপপ্রবাহের সতর্ক বার্তা বিজ্ঞপ্তিতে আগামী পাঁচ থেকে ছয় দিন দেশের ওপর দিয়ে চলমান মৃদু, মাঝারি এবং তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানা গেছে।

এই সতর্ক বার্তার কারণে দেশের মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম আগামী ৮ জুন থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সিদ্ধান্তটি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো।

এর আগে সরকারি প্রাথমিক বিদ্যালয় ও এবতেদায়ি মাদ্রাসার প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন