Google search engine
প্রচ্ছদলিডছেড়ে যায়নি দূরপাল্লার বাস

ছেড়ে যায়নি দূরপাল্লার বাস

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের শেষ দিন গণপরিবহনের চলাচল বিগত দুই দিনের তুলনায় কিছুটা বাড়লে দূরপাল্লার বাস চলাচল করেনি। সড়কে অফিসগামী মানুষের উপস্থিতি বেড়েছে। ব্যক্তিগত যানবাহনের (প্রাইভেট কার) সংখ্যাও গত দুই দিনের চেয়ে তুলনামূলক বেশি দেখা গেছে।

অবরোধের তৃতীয় ও শেষ দিন আজ বৃহস্পতিবার রাজধানী ঢাকার অভ্যন্তরে গণপরিবহনের চলাচল আগের দুই দিনের তুলনায় কিছুটা বেড়েছে। তবে গত দুই দিনের মতো আজও গাবতলী বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো গন্তব্যের উদ্দেশে বাস ছাড়ছে না।

সড়কে অফিসগামী মানুষের উপস্থিতি বেড়েছে। ব্যক্তিগত যানবাহনের (প্রাইভেট কার) সংখ্যাও গত দুই দিনের চেয়ে তুলনামূলক বেশি দেখা গেছে।

০২ নভেম্বর বৃহস্পতিবার সকাল সোয়া ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত রাজধানীর মোহাম্মদপুর, শ্যামলী, কল্যাণপুর, টেকনিক্যাল মোড় ও গাবতলী বাস টার্মিনাল এলাকায় ঘুরে এমন চিত্র দেখা যায়।

মতিঝিলে যাওয়ার জন্য কল্যাণপুরে বাসের জন্য অপেক্ষা করছিলেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী রাবেয়া আক্তার। সকাল সাড়ে আটটার দিকে কথা হয় তাঁর সঙ্গে। অবরোধের মধ্যে গত দুই দিনও তিনি কর্মস্থলে গেছেন বলে জানান।

আজকের পরিস্থিতি সম্পর্কে রাবেয়া আক্তার বলেন, ‘গত দুই দিনের চেয়ে আজ বাসের সংখ্যা আরেকটু বেশি। কিছু বাসে যাত্রী ভরা দেখতে পেলাম। কল্যাণপুরে মাঝেমধ্যে জটলাও সৃষ্টি হচ্ছে।’

তবে গত দুই দিনের মতো আজও গাবতলী বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো গন্তব্যের উদ্দেশে বাস ছাড়ছে না। টার্মিনালে দূরপাল্লার যাত্রীদের উপস্থিতিও তেমন একটা নেই। গতকাল বুধবারের মতো আজও গাবতলী টার্মিনালের বেশির ভাগ বাস কোম্পানির টিকিট বিক্রির কাউন্টার বন্ধ দেখা গেল।

গাবতলী টার্মিনালে বিভিন্ন বড় বড় বাস কোম্পানির টিকিট বিক্রির একাধিক কাউন্টার রয়েছে। তবে এসব কাউন্টারের সব কটি খোলা না রেখে একটি-দুটি করে খোলা রাখা হয়েছে। টার্মিনালে কয়েকজন যে যাত্রী আসছেন, তাঁরা ওই সব কাউন্টারে গিয়ে বাস ছাড়ার বিষয় নিয়ে খোঁজখবর নিচ্ছেন।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন