Google search engine
প্রচ্ছদচট্টগ্রামচট্টগ্রামে ভোররাতে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

চট্টগ্রামে ভোররাতে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের শেষ দিনে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ভাঙচুর করেছে আরও দুটি বাস। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

০২ নভেম্বর, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের চন্দ্রঘোনা লিচু বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশন কর্মকর্তা মো. কামরুজ্জামান সুমন বলেন, রাস্তায় দাঁড়ানো অবস্থায় এবি ট্রাভেলস নামের একটি বাসে আগুন দেওয়া হয়। আধাঘণ্টার চেষ্টায় বাসের আগুন নেভানো হয়। এছাড়া একই পরিবহনের আরও দুটি বাসও ভাঙচুর করা হয়েছে। তবে বাসে কেউ ছিলেন না।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই অবরোধকারীরা পালিয়ে যায়। কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা করা হবে।

এর আগে মঙ্গলবার পাথরবোঝাই দুটি ট্রাক ও মোটরসাইকেল পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এসব ঘটনায় থানায় মামলা হয়েছে।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন