Google search engine
প্রচ্ছদআন্তর্জাতিকনরেন্দ্র মোদিকে বোমা মেরে হত্যার হুমকি

নরেন্দ্র মোদিকে বোমা মেরে হত্যার হুমকি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বোমা মেরে হত্যার হুমকি দেয়া হয়েছে।

শনিবার (৭ ডিসেম্বর) মুম্বাই পুলিশের কাছে হোয়াট্‌সঅ্যাপে এ বার্তা পাঠানো হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই।

প্রতিবেদনে বলা হয়, ওই বার্তায় পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের নাম উল্লেখ রয়েছে। বোমা বিস্ফোরণ ঘটিয়ে মোদীকে মারার পরিকল্পনার কথা বলা হয়েছে। যে নম্বর থেকে হোয়াট্‌সঅ্যাপে বার্তাটি এসেছে, সেটি রাজস্থানের আজমির এলাকা বলে চিহ্নিত করেছে পুলিশ। সঙ্গে সঙ্গে মুম্বাই পুলিশের একটি দল অভিযুক্তকে ধরতে সেখানে রওনা হয়।

তদন্তকারীরা প্রাথমিকভাবে মনে করছেন, অভিযুক্তের মানসিক সমস্যা থাকতে পারে। অথবা ‘মাতাল অবস্থায়’ এই মেসেজ করে থাকতে পারেন। তবে এ নিয়ে তদন্ত করে দেখা হচ্ছে। হুমকি পাওয়ার পরে মুম্বাইয়ের থানায় এফআইআর দায়ের করা হয়েছে।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন