ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে দুই টেস্টের সিরিজে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ। এর মধ্যে প্রথম টেস্ট অনুষ্ঠিত হচ্ছে নর্থ সাউন্ডের ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে। সেখানে আজ বাংলাদেশের হয়ে টস করতে নেমেছিলেন মেহেদী হাসান মিরাজ। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
এন্টিগার উইকেট পেস বান্ধব হয়। বাংলাদেশ দল তাই তিন পেসার নিয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছে। তবে গতিময় পেসার নাহিদ রানাকে রাখা হয়নি একাদশে। বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম জায়গা পেয়েছেন। স্পিন আক্রমণে মেহেদী মিরাজের সঙ্গে আছেন তাইজুল ইসলামও।
ওয়েস্ট ইন্ডিজের একাদশে আছেন চার পেসার। তারা হলেন- সামারাহ জোসেপ, জাইডেন সিলস, কেমার রোচ ও আলজারি জোসেপ। এর আগে এন্টিগায় দু’বার টেস্ট খেলেছে বাংলাদেশ। দু’বারই দেখেছে ব্যাটিং ধস।
বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, শাহাদাত হোসেন, লিটন দাস, মেহেদী মিরাজ, জাকের আলী, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম।
ওয়েস্ট ইন্ডিজের একাদশ: ক্রেগ ব্রাথওয়েট, মাইকেল লুইস, অ্যালিক আথানজে, কেসি কার্টি, কাভেম হজ, জাস্টিন গ্রেভার্স, জসুয়া ডি সিলভা, আলজারি জোসেপ, কেমার রোচ, জাইডেন সিলস, শামারাহ জোসেপ।