চট্টগ্রামের লোহাগাড়ায় তেলের ভাউচার ও মিনি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পিকআপ ভ্যানের চালক গুরুতর আহত হয়েছেন। ভ্যানের চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
২২ আগস্ট, মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে লোহাগাড়ার জাঙ্গালিয়া চুনতি রেঞ্জ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
লোহাগাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রুবেল আলম বলেন, সকাল পৌনে দশটার দিকে চুনতি এলাকায় মুখি পিকআপ ভ্যান ও বিপরীত দিকে আসা তেলের ভাউচারের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে পিকআপ ভ্যানের চালক গুরুতর আহত হয়। গাড়ি দুটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।