বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদত্যাগসহ ৫ দফা দাবি জানিয়ে শুক্রবার (৯ আগস্ট) দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আল্টিমেটাম দিয়েছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাধারণ শিক্ষার্থীরা। ইতোমধ্যে আল্টিমেটামের সময় অতিক্রম হয়ে গেলেও পদত্যাগ করেননি চবি উপাচার্য, উপ-উপাচার্যসহ প্রশাসনের দায়িত্বরত অন্যান্য কর্মকর্তারা।
শুক্রবার (৯ আগস্ট) বিকেল সোয়া ৪টায় তারা তালা ঝুলিয়ে দেন। এরপর শনিবার (৯ আগস্ট) সকাল ১১ টার মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, দুই উপ-উপাচার্য, প্রক্টরিয়াল বডি ও সকল হল প্রভোস্ট পদত্যাগ না করলে কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
চবি প্রশাসনকে পদত্যাগের জন্য শুক্রবার দুপুর ১২ টা পর্যন্ত আল্টিমেটাম দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়রা। এই সময়ের মধ্যে পদত্যাগ না করায় দুপুরের পর প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা।
পরবর্তীতে বিকেল ৪ টা নাগাদ বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের বাসভবনে তালা ঝুলিয়ে দেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। পাশাপাশি প্রক্টর কার্যালয়ে, প্রশাসনিক ভবনে এবং সকল হল প্রভোস্টদের কার্যালয়েও তালা ঝুলিয়ে দেন তারা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ বলেন, পদত্যাগ না করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে, প্রশাসনিক ভবনে, প্রক্টর কার্যালয়ে এবং সকল হলের প্রভোস্টদের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে।