উৎকর্ষতা ও আভিজাত্যের অনন্য নাম আমেরিকা। কিন্তু স্বপ্নের সেই দেশে ক্রমশ বাড়ছে হতাশাগ্রস্থ মানুষের সংখ্যা। ফলে প্রবলভাবে বেড়েছে আত্মহত্যার ঘটনা। ২০২২ সালে আমেরিকায় আত্মঘাতী হয়েছে ৪৯ হাজারেরও বেশি মানুষ, যা এখনও পর্যন্ত সর্বকালীন রেকর্ড।
সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) বৃহস্পতিবার এই পরিসংখ্যান পেশ করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে আত্মহত্যা সাধারণ ঘটনা হয়ে উঠেছে।
১৯৪১ সালে সে দেশে আত্মহত্যার হার সর্বোচ্চ ছিল। এর পর ২০০০ সালের পর থেকে ২০১৮ সাল পর্যন্ত এর হার উদ্বেগজনকভাবে বেড়েছে। ২০১৮ সালে দেশটিতে ৪৮ হাজার ৩০০ জন আত্মহত্যা করেন। গত বছর এই হার ২০১৮ সালের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। ২০২২ সালে আমেরিকায় আত্মহত্যা করেন ৪৯ হাজার ৪৪৯ জন, যা বিগত বছরের তুলনায় ৩ শতাংশ বেশি।
সিডিসির তথ্য অনুসারে, ২০২২ সালে যারা আত্মহত্যা করেছেন, তাদের মধ্যে প্রায় ৭০ শতাংশই পুরুষ।