Google search engine
প্রচ্ছদবিশেষ সংবাদদ্রুত হৃদরোগ সনাক্তকরণে ইরানের নতুন কিট আবিষ্কার

দ্রুত হৃদরোগ সনাক্তকরণে ইরানের নতুন কিট আবিষ্কার

হৃদরোগে আক্রান্ত যেকোনো ব্যক্তির তাৎক্ষণিক রোগ নির্ণয় একটি দূরহ ব্যাপার। ফলে আক্রান্ত ব্যক্তিকে দ্রুত চিকিৎসা দেওয়া প্রায় সময়ই হয়ে ওঠেনা। এই সমস্যা সমাধানে ইরানের একটি গবেষণা প্রতিষ্ঠান হৃদরোগ শনাক্ত করতে এক কিট আবিষ্কার করেছে। এই কিটের মাধ্যমে হার্ট অ্যাটাক হয়েছে কিনা তা জানা যাবে দশ মিনিটেই।

পরিসংখ্যান বলছে এই কিটের ব্যবহারে যেমন বেঁচে যাবেন বহু মানুষ তেমনই খরচ কমবে স্বাস্থ্যসেবা খাতে। মানবদেহে হার্ট মাসল ক্ষতিগ্রস্ত হলে রক্তে ট্রোপোনিন নামক একটি প্রোটিন নিঃসরিত হয়। এ অবস্থায় মানুষের আঙ্গুল থেকে মাত্র এক ফোঁটা রক্ত নিয়ে এই কিটের মাধ্যমে পরীক্ষা করলে রক্তের ট্রোপোনিনের মাত্রা শনাক্ত করা যাবে।

হাসপাতালের পাশাপাশি ঘরে বসেও যে কেউ ১০ মিনিটে এই পরীক্ষা করতে পারবেন। উপসর্গবিহীন হৃদরোগে আক্রান্ত হয়েছেন কিনা তাও শনাক্ত করা যাবে এই কিটের মাধ্যমে। ফলে দ্রুত সঠিক চিকিৎসা গ্রহণ করা সম্ভব হবে।

কিটের আবিষ্কারক প্রতিষ্ঠানটির বিশেষজ্ঞরা বলেছেন, এই কিটের স্পর্শকাতরতা শতকরা ৯৮ ভাগ। ইতিমধ্যেই বহু জায়গায় ব্যবহৃত হচ্ছে কিটটি। ইরানের বেশিরভাগ প্রতিষ্ঠান কিটটির কার্যকারিতা অনুমোদন করেছে।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন