পিছিয়ে থেকেও লিওনেল মেসির অত্যাশ্চর্য ফ্রি-কিক ইন্টার মিয়ামিকে লিগ কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে দিয়েছে। একসময় ৪-২ গোলে এগিয়ে থাকা এফসি ডালাসের বিপক্ষে নাটকীয় জয় পেয়েছে মেসির ইন্টার মিয়ামি। সোমবার (৭ আগস্ট) সকালে টেক্সাসের ফ্রিস্কোর টয়োটা স্টেডিয়ামে মায়ামি টাইব্রেকার ভাগ্যে ৫-৩ গোলে জিতেছে।
মায়ামির ম্যানেজার জেরার্ডো মার্টিনো বলেছেন, “৮০ মিনিট পর্যন্ত ৪-২ গোলে পিছিয়ে থাকা এবং তারপরে ফিরে আসায় আমরা খুব খুশি। তবে আমাদের আরো উন্নতি করতে হবে এবং যে সব জায়গায় ঘাটতি রয়েছে সেদিকে আরো নজর দেওয়া উচিত।”
ম্যাচের ৬ মিনিটেই গোল করে ইন্টার মিয়ামিকে এগিয়ে দেন মেসি। কিন্তু ৩৭ মিনিটে গোল শোধ করে ও ৪৫ মিনিটে আরো একটি গোল করে প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে যায় এফসি ডালাস। এরপর দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে গোল করে লিড ৩-১ করে ফেলে তারা। শেষ দশ মিনিটেও ৪-২ ব্যবধানে এগিয়ে ছিল ডালাস।
কিন্তু মেসির ফ্রি-কিক থেকে পাওয়া গোলে কামব্যাক করে মায়ামি। নির্ধারিত ৯০ মিনিট শেষ হয় ৪-৪ গোলে। পরে টাইব্রেকার ভাগ্যে ৫-৩ গোলে জিতে লিগ কাপের কোয়ার্টার ফাইনালে উঠে গেছে মেসির ইন্টার মায়ামি। শেষ আটে নাম লেখায় মিয়ামি।
মেসির আগমনের আগে মায়ামি টানা ১১ ম্যাচে জয়হীন ছিল, কিন্তু এখন টানা চারটি জিতেছে। নতুন শিরোপার দিকে মেসি এগিয়েছে আরও এক ধাপ।