আগামী বছরের জুনে মাঠে গড়াতে যাচ্ছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। ওয়ানডে বিশ্বকাপের মাঝেই বাজতে শুরু করবে টি-টোয়েন্টির ডামাডোল। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে ২০২৪ সালে ২০ ওভারের এই বৈশ্বিক আসর অনুষ্ঠিত হবে।
ইএসপিএনক্রিকইনফোর তথ্যানুযায়ী, আগামী বছরের ৪ জুন থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ, চলবে ৩০ জুন পর্যন্ত। এবার বিশ্বকাপে একদম নতুন কিছু ভেন্যুতে বিশ্বকাপের ম্যাচ গড়ানোর সম্ভাবনা রয়েছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ছাড়াও আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের সংক্ষিপ্ত তালিকায় আছে মরিসভিলা, ডালাস ও নিউইয়র্ক।
এই আসরে মোট ২০টি দল খেলবে। এর মধ্যে পাঁচটি করে দল চারটি গ্রুপে ভাগ হয়ে খেলবে প্রথম রাউন্ডে। আর প্রতি গ্রুপের সেরা দুই দল সুপার-৮ এ জায়গা করে নেবে। শেষ আটে দুই গ্রুপে চারটি করে দল খেলবে। এরপর প্রতিটি গ্রুপ থেকে দুটি করে শেষ চারে উঠবে, এরপর ফাইনাল।
র্যাঙ্কিং বিবেচনায় বাংলাদেশ আগেই বৈশ্বিক এই আসরের ১২ দলে নিজেদের জায়গা নিশ্চিত করে নিয়েছিল। এবার স্বাগতিক দুই দলের সঙ্গে ২০২২ বিশ্বকাপের শীর্ষ ৮ দল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা সরাসরি খেলবে। এ ছাড়া র্যাঙ্কিং বিবেচনায় আফগানিস্তানের জায়গাও নিশ্চিত। আর বিশ্বের পাঁচ অঞ্চল থেকে জায়গা পাবে আরও ৮ দল।
এদিকে ইউরোপ অঞ্চল থেকে সবার আগে উঠে এসেছে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। অন্যদিকে এরইমধ্যে ২০২৪ সালে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে পাপুয়া নিউগিনি। ফিলিপাইনকে ১০০ রানে হারিয়ে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের পর বাছাইপর্ব থেকে তৃতীয় দল হিসেবে বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিশ্চিত হয় তাদের। বাকি পাঁচ দল নির্ধারণ হবে আমেরিকা (একটি), আফ্রিকা (দুটি) ও এশিয়া (দুটি) থেকে। সামনেই হবে এই অঞ্চলগুলোর বাছাইপর্ব।