Google search engine
প্রচ্ছদখেলাধুলাহৃদয়-শামীম জুটির উপর ভর করে আফগানিস্তানকে হারিয়েছে বাংলাদেশ

হৃদয়-শামীম জুটির উপর ভর করে আফগানিস্তানকে হারিয়েছে বাংলাদেশ

তাওহীদ হৃদয় ও শামীম হোসেন জুটির উপর ভর করে প্রথম টি২০ ম্যাচে আফগানিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। ৭৩ রানের জুটি গড়তে তারা খেলেন ৪৩ বল।

এর আগে সিলেটের ওসমানী স্টেডিয়ামে ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে আফগানিস্তানের দেওয়া ১৫৫ রানের লক্ষ্যে একপর্যায়ে ১০ ওভার ১ বলে ৬৪ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। । এই জুটির কল্যাণেই শেষ পর্যন্ত ১ বল ও ২ উইকেট হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। শেষ ওভারে হ্যাটট্রিক করেও আফগানদের জেতাতে পারলেন না করিম জানাত।

আফগানিস্তানের দেওয়া ১৫৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৯ রান তুলতেই দলটি হারিয়ে বসে রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত ও লিটন দাসের উইকেট। এরপরই বাধ সাধে বেরসিক বৃষ্টি। ৭ ওভার ২ বলে বাংলাদেশের রান যখন ৪১, তখনই বৃষ্টির কারণে খেলা বন্ধ করে দেন আম্পায়ার। তবে অল্পক্ষণ ছিল বৃষ্টি। ফের শুরু হয় খেলা।

বৃষ্টির কিছুক্ষণ পরই ফেরেন সাকিব আল হাসান। ফরিদ আহমেদের বলে চালিয়ে খেলতে গিয়ে করিম জানাতের হাতে ক্যাচ দেন তিনি। ১৭ বলে ১৯ রান করে ফেরেন তিনি।

সাকিবের বিদায়ের পর বাংলাদেশের খেলার মোড় ঘুরাতে শুরু করেন দুই তরুণ ব্যাটার হৃদয় ও শামীম। এর মধ্যে আজমাতুল্লাহ ওমারজাইয়ের এক ওভারেই এই দুজন তুলে নেন ২১ রান। এই দুজন নিজেদের ৫০ রানের জুটি গড়েন মাত্র ২৯ বলে। ১৩৭ রানের মাথায় রশিদ খানের বলে স্লগ সুইপ করতে গিয়ে উইকেট দেন শামীম। যাওয়ার আগে ২৫ বলে ৪টি চারের মারে ৩৩ রান করেন শামীম। শেষ দিকে ২ বাউন্ডারিতে ৮ রান করে বাংলাদেশের জয়ের পথ আরও সহজ করে দেন মিরাজ।

১৯তম ওভারের দ্বিতীয় বলে মিরাজের আউটের পর তৃতীয় বলে ফেরেন তাসকিন আহমেদও। চতুর্থ বলে নাসুম আহমেদকে ফিরিয়ে হ্যাটট্রিক পূরণ করেন জানাত। ২ বলে ২ রান দরকার হওয়া ম্যাচের পঞ্চম বলে চার মেরে বাংলাদেশের জয় নিশ্চিত করেন শরীফুল ইসলাম। শেষ পর্যন্ত ৪৭ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করা হৃদয় প্লেয়ার অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।

এর আগে, প্রথম ইনিংসে ৭ উইকেট হারিয়ে ১৫৪ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ তোলে আফগানিস্তান। শেষ ৩৭ বলে ৬৭ রান তোলে দলটি।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন