Google search engine
প্রচ্ছদচট্টগ্রামচট্টগ্রামে টপসয়েল কাটার দায়ে ২ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে টপসয়েল কাটার দায়ে ২ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের লোহাগাড়ার আমিরাবাদে কৃষি জমির টপসয়েল কেটে বিক্রির দায়ে খোরশেদ আলম নামে এক যুবককে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১১ মার্চ) রাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা করা হয়।

এ সময় কৃষি জমির উপরিভাগের মাটি (টপসয়েল) কেটে বিক্রি করার দায়ে ২টি ডাম্পার ও একটি স্কেভেটর জব্দ করা হয়। একইসঙ্গে খোরশেদ আলম (৪০) নামে এক যুবককে ২ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে নেতৃত্ব দেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল।

লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান বলেন, ‘কিছুদিন ধরে রাতের আঁধারে উপজেলার আমিরাবাদ মল্লিক ছোয়াং এলাকায় কৃষি জমির টপসয়েল কেটে বিক্রি করছিল প্রভাবশালীরা। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১০টার দিকে অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে ২টি ডাম্পার ও একটি স্কেভেটর জব্দ করা হয়।’

এ সময় কৃষি জমির উপরিভাগের মাটি (টপসয়েল) কাটার দায়ে খোরশেদ আলমকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এ কর্মকর্তা।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন