দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের ৪৮ জন প্রার্থী গতকাল বুধবার চূড়ান্তভাবে ঘোষণা করা হয়েছে। গতকাল আওয়ামী লীগ থেকে যাদেরকে মনোনয়ন দেয়া হয়েছে এদের মধ্যে চট্টগ্রামের তিন নারী সংসদ সদস্য মনোনয়ন পেয়েছেন। এরমধ্যে রাউজানের দুইজন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাউজানের এবিএম ফজলে করিম চৌধুরীর পাশাপাশি রাউজান বাড়ি এমন আরো দুইজন সংসদ সদস্য চট্টগ্রাম মহানগরীর দুটি আসন থেকে নির্বাচিত হয়েছেন। কোতোয়ালী আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রীর গ্রামের বাড়ি রাউজান পৌরসভার গহিরা গ্রামে। অপরদিকে চট্টগ্রাম–১০ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর গ্রামের বাড়িও রাউজান পৌরসভার গহিরা গ্রামে।
দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে গতকাল আওয়ামী লীগ থেকে যারা মনোনয়ন পেয়েছেন তাদের মধ্যে উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলোয়ারা ইউসুফের বাড়ি রাউজান উপজেলার ১৫ নম্বর নোয়াজিষপুর ইউনিয়নে। অপরদিকে দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা ভাষাসৈনিক এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আবদুল্লাহ আল হারুনের মেয়ে। তাঁরও পৈত্রিক বাড়ি রাউজানের গহিরা।
এবিএম ফজলে করিম চৌধুরী চট্টগ্রাম–৬ (রাউজান) আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাঁর গ্রামের বাড়ি রাউজান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গহিরা গ্রামের বঙে আলী চৌধুরী বাড়ি। তিনি এবার ২ লাখ ২১ হাজার ৫৭২ ভোট পেয়ে ৪ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করে বিশাল ভোটের ব্যবধানে নির্বাচিত হন।