Google search engine
প্রচ্ছদচট্টগ্রামচট্টগ্রামে বিস্কুট কারখানা সীলগালা

চট্টগ্রামে বিস্কুট কারখানা সীলগালা

চট্টগ্রামে কারখানায় অভিযান চালিয়ে ৮০ কার্টুন বিস্কুট জব্দ করেছেন ভ্রাম্যমান আদালত। পরে অনুমোদনহীন প্রক্রিয়ায় তৈরি করা এসব বিস্কুট কর্ণফুলী নদীতে ফেলে দেয়া হয়। এছাড়াও সীলগালা করা হয়েছে প্রতিষ্ঠানটিকে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুর ১টায় উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় এ্যালিগেন্ট ফুড নামক ওই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) পিযুষ কুমার চৌধুরী। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী জানান, অভিযানে বিএসটিআইয়ের অনুমোদনহীন ক্ষতিকর কেমিক্যাল মিশ্রিত বিস্কুট তৈরি করে বাজারজাত করার প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানের ম্যানেজার মো. আসিফের (৩২) উপস্থিতিতে ৮০ কার্টুন বিস্কুট জব্দ করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে সিলগালা করা হয়। পরে জব্দকৃত বিস্কুট সবার উপস্থিতিতে কর্ণফুলী নদীতে ফেলে ধ্বংস করা হয়।

অভিযানে স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) চট্টগ্রাম সিএম পরিদর্শক ফারহানা জাহান পারুল, প্রকৌশলী জিল্লুর রহমান ও সিএমপি কর্ণফুলী থানার পুলিশ টিম উপস্থিত ছিলেন।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন