Google search engine
প্রচ্ছদখেলাধুলাএবার নেইমারের দিকে হাত বাড়াল আল হিলাল

এবার নেইমারের দিকে হাত বাড়াল আল হিলাল

সৌদি আরবের ক্লাব আল হিলাল লিওনেল মেসিকে দলে টানতে লোভনীয় প্রস্তাব দিয়েছিল । তবে সেই লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিয়ে আমেরিকার ক্লাব ইন্টার মায়ামিকে বেছে নিয়েছেন বিশ্বকাপজয়ী ফুটবলার।

মেসিকে না পাওয়ার বেদনা থেকে মুক্ত হতে তাই তাঁর প্রাক্তন সতীর্থ নেইমারকে সই করাতে চায় আল হিলাল। এক প্রতিবেদনে এমনটায় জানিয়েছেন মার্কিন সংবাদমাধ্যম সিবিএস স্পোর্টস।

প্রতিবেদনে বলা হয়, নেইমারের ঘনিষ্ঠজনদের সঙ্গে আলোচনা করতে প্যারিসে গিয়েছে আল হিলালের প্রতিনিধিদের একটি সিনিয়র দল। নেইমারের পিএসজি ছাড়া নাকি প্রায় পাকা। তবে সৌদি ক্লাব থেকে এখনও আনুষ্ঠানিক প্রস্তাব পাননি নেইমার।

ধারণা করা হচ্ছে বার্ষিক ২০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব পেতে পারেন ব্রাজিলিয়ান। করিম বেঞ্জেমাকেও এই পরিমাণ অর্থে দলে টেনেছে আল ইত্তেহাদ। ৩১ বছরের নেইমার এখনই ইউরোপ ছাড়বে কিনা সেটা সম্পূর্ণ নির্ভর করছে তাঁর ওপর।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন