Google search engine
প্রচ্ছদখেলাধুলাবাবার ইচ্ছা, মেসি বার্সায় খেলুক

বাবার ইচ্ছা, মেসি বার্সায় খেলুক

সকলের মনে একটাই প্রশ্ন, আগামী মৌসুমে কোন ক্লাবে যাবেন আর্জেন্টাইন তারকা? ইতিমধ্যে বেশ জোরেশোরেই শোনা যাচ্ছে সৌদি আরবের ক্লাবের নাম। আবার গুঞ্জন আছে বার্সেলোনাতেও ফিরতে পারেন তিনি। পিএসজি পর্ব যে শেষ হয়ে গেছে তা এখন সবারই জানা।

মেসির দলবদল নিয়ে যখন চারদিকে নানা গুঞ্জন, ঠিক তখনই বার্সেলোনার সভাপতি হোয়ান লাপোর্তাকে মেসির দলবদল নিয়ে প্রশ্ন করে বিপাকে পড়েন এক সাংবাদিক।

লাপোর্তাকে প্রশ্ন করার পর তিনি কী বলেন সেটি রেকর্ড করার জন্য নিজের মুঠোফোনের রেকর্ডার চালু করে বাড়িয়ে ধরেছিলেন সেই সাংবাদিক। বার্সা প্রেসিডেন্ট ওই সাংবাদিকের মুঠোফোনটি কেড়ে নিয়ে নিজের পকেটে রেখে দেন।

এরপর লাপোর্তা বলেন, ‘মেসিকে ফেরানো কঠিন কি না, সেটা আপনি দেখবেন’। যদিও কিছুক্ষণ পরই সেই সাংবাদিকের মুঠোফোনটি ফেরত দিয়ে দেন বার্সা সভাপতি।

বার্সেলোনায় মেসি ফিরবেন কি না এর উত্তর বার্সা সভাপতি না দিলেও মেসির বাবা দিয়েছেন সুখবর। দলবদল বিষয়ক ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানিও জানান, মেসির দলবদল নিয়ে বার্সেলোনার সভাপতির সঙ্গে বৈঠক করেছেন মেসির বাবা।

বিশ্বকাপজয়ী এই ফুটবলারের বার্সেলোনায় ফেরা নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন হোর্হে মেসি। তিনি বলেন, ‘মেসি বার্সায় ফিরতে চায় এবং আমি নিজেও তাকে সেখানে দেখতে পছন্দ করবো। আমরা আত্মবিশ্বাসী যে, বার্সেলোনা অবশ্যই একটি বিকল্প। আপনারা শিগগিরই এর ভবিষ্যৎ জানতে পারবেন’।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন