Google search engine
প্রচ্ছদরাজনীতিভোটে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন বিএনপি দেখে না : আইনমন্ত্রী

ভোটে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন বিএনপি দেখে না : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘ষড়যন্ত্র কিন্তু অনেক হচ্ছে। একটা হচ্ছে জনগণের ভোটে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন, কিন্তু বিএনপি দেখে না। তারা আপনাদের কাছে নির্বাচন করতেও আসবে না। নির্বাচন দিলেই তারা বলে,“ আমরা নির্বাচনে যাব না।”’

শুক্রবার দুপুরে ব্রাহ্মবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘তারা (বিএনপি) বাজেট দিত কীভাবে আমি বলি। তারা বাজেট দিত, এই যে দাতাদেশ আছে না, এরা নিজেদের বলত ডোনার। মিটিং হতো প্যারিসে, বাংলাদেশে নয়। বড় বড় রাষ্ট্র বলত, “আমরা কত টাকা ভিক্ষা দেব।” ভিক্ষার টাকা যখন একসঙ্গে হতো, তখন বোঝা যেত কত টাকার বাজেট হবে। আজ সেই চিত্র পাল্টে গেছে। আজ ৭ লাখ ৬১ হাজার টাকার বাজেট দেওয়ার পর আমরা বলতে পারি, বাজেটের শতকরা ৮৩ টাকা বাংলাদেশের জনগণ দেবে আর ১৭ টাকা আসবে বিদেশ থেকে। আমরা নিজের পায়ে দাঁড়াতে শিখেছি।’

আইনমন্ত্রী আরও বলেন, ‘কাল যখন আমাদের বাজেট ঘোষণা করা হয়েছে দেখা গেছে, আমাদের দারিদ্র্যসীমা কমে এসেছে। বাংলাদেশের উন্নয়ন হচ্ছে, কিন্তু কারও কারও চোখে ভালো লাগছে না। একটা হচ্ছে বিএনপি সাহেবের, যারা লুটপাট করে বাংলাদেশকে শেষ করে দিয়েছিল।’

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে শতভাগ বিদ্যুতায়িত হয়েছে মন্তব্য করে আনিসুল হক বলেন, গ্রামীণ মানুষকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট করার ক্ষমতা দিয়েছেন। তিনি কৃষকদের কম সুদে ঋণের ব্যবস্থা করে দিয়েছেন। গৃহায়ণ প্রকল্প করছেন, যেন বাংলাদেশের একজন মানুষও গৃহহীন না থাকে।

ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, ‘এখন আবার কিছু ষড়যন্ত্রকারী তাদের সঙ্গে যোগ হয়েছে। এই ষড়যন্ত্রকারীদের কথা আপনাদের মনে রাখতে হবে। সারা পৃথিবীতে ঘুরে ঘুরে পকেটের টাকা খরচ করে বাংলাদেশের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে। আপনাদের এ বিষয়ে সজাগ থাকতে হবে। মনে রাখতে হবে, আপনাদের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেবেন না। আপনাদের মনে রাখতে হবে, বাংলাদেশের স্বাধীনতা খর্ব করার চেষ্টা যারা করবে, তাদের বিরুদ্ধে আমরা সবাই লড়াই করব।’

আনিসুল হক বলেন, ‘করোনাভাইরাস মহামারি ও ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ—এ দুটির কারণে সারা বিশ্ব টালমাটাল হয়ে গেছে। এখন তেলের দাম ৬০ ডলার থেকে চলে গেছে ১২৮ ডলারে। তারপরও আমরা চেষ্টা করছি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনার জন্য। আমরা দেখছি যে সারের দাম কমে আসছে। পেট্রলের দামও কমে আসবে। এই অবস্থায় আমরা নিশ্চয়ই সমন্বয় করে সবকিছুর দাম কমাব।’

গত জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গ টেনে আইনমন্ত্রী বলেন, ‘গত নির্বাচনে বিএনপি নির্বাচন করবে বলল। পরে কী করল, একেকটা নির্বাচনী এলাকায় তিনজন-চারজন করে প্রার্থী দিয়েছে আর টাকা নিয়েছে। তারপর বলে, নির্বাচন করব না। নির্বাচন তারা করবে না, নির্বাচন নষ্ট করবে। বাসে মানুষ পুড়িয়ে মারবে। এ বিষয়ে সতর্ক থাকবেন। আর এই যে সুদখোরেরা, যারা এই ষড়যন্ত্র করছে, তাদের ব্যাপারেও সতর্ক থাকবেন।’

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন