Google search engine
প্রচ্ছদচট্টগ্রামবায়েজিদ লিংক রোডে সড়ক দুর্ঘটনা, চালকসহ আরোহীর মৃত্যু

বায়েজিদ লিংক রোডে সড়ক দুর্ঘটনা, চালকসহ আরোহীর মৃত্যু

সীতাকুণ্ডের বায়েজিদ লিংক রোডে সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। তারা দুইজন অটোরিকশার আরোহী ছিলেন। ০৩ নভেম্বর, শুক্রবার ভোরে ফৌজদারহাট বাংলাবাজার বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মাসুদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- কুমিল্লার ব্রাহ্মণপাড়া এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে মো. মনির (৫০) ও বগুড়ার শাহাজানপুর থানার মো. দিলবার পাইকারের ছেলে মোহাম্মদ জিয়াউর রহমান (৪০)। গুরুতর আহত হন অটোরিকশার চালক কালু শাহ মাজার এলাকার বাসিন্দা মো. শহীদ (৩২)।

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মাসুদ রানা বলেন, একটি কাভার্ড ভ্যান বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে চাপা দিলে অটোরিকশার চালক ও দুই যাত্রী গুরুতর আহত হন। তাদেরকে চমেক হাসপাতালে পাঠানো হয়। কাভার্ড ভ্যান ও সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, ভোরে সীতাকুণ্ড থেকে সড়ক দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসকরা দুজনকে মৃত ঘোষণা করেন।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন