Google search engine
প্রচ্ছদচট্টগ্রামভোটার তালিকা প্রকাশ, চট্টগ্রামে বেড়েছে ৬৩ লাখ ৯৬৪ জন...

ভোটার তালিকা প্রকাশ, চট্টগ্রামে বেড়েছে ৬৩ লাখ ৯৬৪ জন ভোটার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। প্রকাশিত তালিকা মতে চট্টগ্রামের ১৬ আসনে ভোটার সংখ্যা বেড়েছে। চূড়ান্ত তালিকায় ১৬ আসনে ভোটকেন্দ্রের সংখ্যা ২০২২টি এবং বুথের সংখ্যা ১৩ হাজার ৭৪১টি। চট্টগ্রাম নগর ও আশপাশে ৬টি এবং জেলায় ১০টি সংসদীয় আসন রয়েছে।

জানা গেছে, চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে ভোটার বেড়েছে ৬ লাখ ৬৩ হাজার ৪৯৯ জন। চূড়ান্ত তালিকায় মোট ভোটার সংখ্যা ৬৩ লাখ ৯৬৪ জন। তারমধ্যে পুরুষ ভোটার ৩২ লাখ ৭৯ হাজার ৬২ জন এবং নারী ভোটার ৩০ লাখ ২১ হাজার ৯০২ জন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম জেলায় ভোটার সংখ্যা ছিল ৫৬ লাখ ৩৭ হাজার ৪৬৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ছিল ২৯ লাখ ১২ হাজার ৭৫ জন এবং নারী ভোটার ছিল ২৭ লাখ ২৫ হাজার ৩৯০ জন। সেই হিসেবে এবার পুরুষ ভোটার বেড়েছে ৩ লাখ ৬৬ হাজার ৯৮৭ জন এবং নারী ভোটার বেড়েছে ২ লাখ ৯৬ হাজার ৫১২ জন।

চট্টগ্রাম আঞ্চলিক ও জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারিতে যেসব নাগরিকের বয়স ১৮ বছর হয়েছে কিন্তু ১৪ সেপ্টেম্বরের মধ্যে ভোটার হতে আবেদন করেননি, তারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন না। তবে ভোটার হওয়ার জন্য আবেদন করলে যথারীতি এনআইডি কার্ড পাবেন।

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি চলছে। সংসদীয় আসনগুলোর ভোটার তালিকা চূড়ান্ত করা হয়েছে। শনিবার আসবে প্রার্থীদের মনোনয়ন ফরমসহ অন্যান্য নির্বাচনী সামগ্রী। এর আগে নির্বাচন কমিশন থেকে এসেছে ৫ হাজার স্বচ্ছ ব্যালট বক্স।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন